আলোহীন এই আধারি ঘরে আমি বাসিন্দা।
ছিলনা কো বৈদ্যুতের আলো কিংবা প্রদীপ,
সবই আজ হারিয়েছে অভাগা আজ আমি।
এলে তুমি নিশ্চুপ আধারেরে করে আলো-
তাই তুমি আজ আমার ঘরেরই আলো ন্যায়,
দাও যদি ধোকা তবু করিও নাকো কলুষিত।
আজ আমি কৃতজ্ঞিত তোমার এই অবদানে,
ছিলে তুমি কামুক বুঝিনি তো আমি যে-
ছড়ায়ে দিলে অনুভুতি আমারই এই রন্ধ্রে।
মিলনে বিভোর হলাম নিজেরই অজান্তে,
কামনায় দু'জনে উঠিলাম শৃঙ্গেতে-
অবশেষে অবসান হলো রতি ভ্রমের।
সেই পরশ আজও পাই আমারই মাঝেতে,
নেই শুধু বেচে আজ আমারই জন্যে!........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




