somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কিছুই জানিনা; এ না জানা থেকেই আমি শুধু শিখতে থাকি।

আমার পরিসংখ্যান

মাহতাব বাঙ্গালী
quote icon
মাহতাব বাঙ্গালী, (চট্টগ্রাম, বাংলাদেশ) এ নামে লিখতেই আমি স্বাচ্ছন্দবোধ করি বেশি। পেশাদার কবি বা লিখক আমি নই; বড়জোর শৌখিন লিখিয়ে বলা যায়। জানিনা কবিতা কি! এরপরেও মনের খোরাক জোগাতেই স্বতঃস্ফূর্ত ভাবগুলো একত্র করে লিখি। হয়তো এর নাম কবিতা বলি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হারানো ঘূর্ণণে

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

হাঁটু গেড়ে বসে আছি প্রনত নিশ্চুপ নয়নে
নগ্ন পায়ের আলতায় আর নেইল পলিশে
নিবদ্ধ আমি

এক টুকরো মেঘের আচ্ছন্নে বিবশ খেয়ালে
শরতের উদোম প্রভাতি সূর্যের কোমল স্পর্শে
উন্মনা তুমি

সুবাসিত রাতের জলসায় কে নাচে
অন্ধকার তারার রূপালী আগুনে?
প্রেমের ভরা যৌবনে গান গায় কে
গাঙ্গেয় একতারার গর্ভচ্যুত কন্ঠে?

বেখেয়ালী জীবন খেমটায়
কেউ কারো নয়, সবি হারিয়ে যায়!


©মাহতাব বাঙ্গালী
নভেম্বর ২২, ২০২৩
চট্টগ্রাম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০ বার পঠিত     like!

তবে কেনো

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৬

আমি তো সর্বাগ্রে মানুষ
বিশ্বাসের জোরেই আমি নির্দিষ্ট গোত্রে
এটা আমার মাঠ যেখানে আমি হাঁটি
এটা আমার বাড়ি যেখানে আমি থাকি
এই পুকুরেই গোসল করি
এই নদীতেই মাছ ধরি
এই সবুজ বনে আমি ঘুরে বেড়াই পাখির গানে গানে
এই পৃথিবীর যেখানেই যাই সব আমারই

আমার বিপরীতে এই যে তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮ বার পঠিত     like!

তোমার স্পর্শে

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৭

কতো রাজত্ব চলে গেছে আমার
পুরুষ আমি
তোমার প্রেমের মোহের বলি আমি
ফুল নই, ফল নই, না রাতের আকাশের তারা
আমি নই ভোরের সূর্য বা পূর্ণিমা চাঁদ,
আমি ব্রহ্ম তবে; হারিয়েছি আমাকেই
খুইয়েছি আমার সর্বস্ব
তোমাকে পাবো বলে- ভ্রমেছি প্রাসাদে, প্রসাদে
জলে, স্থলে, আলোতে, আঁধারে, সুঘ্রাণে, বাতাসে
সুরের মূর্ছনায় তোমাকে পাবো বলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮ বার পঠিত     like!

জাগো; ভেঙ্গে ফেলো

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২২

নেমেছে আবাবিল
উন্মাদ মদ্যপ বারে
সাইক্লোন শুরু
স্বাধীনতা উদ্ধারে

শরতের ঘাসফড়িং কাশফুলের ছোয়া পায়না আর
লাল শিশিরে ভরে উঠেছে গাজা উপত্যকা আমার!

জাগো মুসলিম জাগো
আর কতকাল ঘুমুবে
তুমিহীনে অন্যরা সব
নেমেছে ধর্মযুদ্ধে

ভাঙ্গো; ভেঙ্গে ফেলো অহম, এক হও ভুলে সব দ্বন্দ্ব
জড়ো হও পবিত্র শপথে, আকসা হোক ঐক্যের ছন্দ!

© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম, ২৭ই আশ্বিন ১৪৩০ বাংলা বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০ বার পঠিত     like!

তোমার অপেক্ষায়

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৪

বিমূর্ত ঢেউ উঠেছে ভেনাসের অতুলনীয় সৌন্দর্য সমুদ্রে
উড়ছে আলবেট্রস পশ্চিম দিগন্তের শান্ত সফেদ বুক ছুঁয়ে
স্নিগ্ধ সমীরণ বইছে আকাশের গোলাপি চিবুক স্পর্শ করে
এখনো আমি বপন করি সেই গোলাপ আমার হৃদয় গভীরে

সেই মেঘালয়ের অদম্য উচ্ছাস এভারেস্টের ধ্যানী চুড়ায়
তাজমহলের অমলিন সমাধি প্রস্তর এখনো প্রেমগীতি রচে
এমিলি ডিকিন্সনের সে এপিটাফ অমরাত্মার অস্তিত্বে নাচে
এখনো আমি লালন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮ বার পঠিত     like!

আমি কে? -০৩

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫১

আমি কে?
শুধুমাত্র একটি জিজ্ঞাসা
উত্তর নেই? - হতে পারে আছে!
আমি আমি নই! কিন্তু-
আমি শুধুমাত্র তাঁরই প্রকাশ্য প্রতিবিম্ব!
আমি তাঁর গোপনীয়তার প্রকাশ! -সবই রহস্যময়!
আমি আমিই- দৃশ্য অদৃশ্যের কলহপূর্ণ অস্তিত্ব!
ভালোবাসায় আমি 'কিছুই নই' -র জ্ঞাতিকুল

সেখানেই ভালোবাসা যেখানে আমিই সত্য আমি নই
সেখানেই ভালোবাসা যেখানে আমি নির্বাণ স্থিতি
সেখানেই প্রেম যেখানে পুরো ব্রহ্মাণ্ডের সাথে আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

ইশ্বর শুধু বিশ্বাসের নাম

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৭

ইশ্বর তো ইশ্বর- প্রগাঢ় বিশ্বাসের নাম
এ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা
আর আমরা যা কল্পনা করতে পারি বা পারিনা
সবকিছুই-সবাই সে ইশ্বরেরই সৃষ্টি

হ্যাঁ, তাঁর প্ৰয়োজন নেই
আমাদের মতো কোন বাসস্থানের,
নেই প্রয়োজন তাঁর
বিশ্রামের, আমাদের মতো ঘুমের,
জীবন ধারণের জন্য আমাদের মতো
তাঁর পানাহারেরও প্রয়োজন নেই,
ইহকাল বা পরকাল,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮ বার পঠিত     like!

অনন্যা জান্নাত আর আমার প্রেমানুভুতি

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

সে তুমিই ছিলে আমার পাশে
কৃষ্ণচূড়া গাছের নিচে,
ফুলেল ছিল আমাদের চারপাশ,
ফুলের লাল পাপড়িদের সাথে
তোমার হাসি ছিল নিষ্পাপ
কৃষ্ণকায় গম্ভীর চেহারা, অদম্য চাহনি

তোমার সাথে বাক্যালাপে
কবিতার শব্দরা ছিল সরব,
কোকিলের কুহু কুহুতেই স্পন্দিত
তোমার বাসন্তিক গানের কলি

তোমাকে ছুঁতে চেয়েছিলাম
অনুমতি দাওনি তুমি,
বলেছিলে- আগে প্রেম করো,
দ্যাখো, কতদিন আমায় ভালো লাগে!

হঠাৎ, এ কাক ডাকা প্রত্যুষে,
এ দিক ও দিক তাকিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮ বার পঠিত     like!

কে আমি?- ০২

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১০

হে প্রেম, প্রিয়তমা
না, তুমি নও বিনিময়যোগ্য, তুমি অমূল্য
তাই আমি কোন মূল্য দিয়ে তোমায় কিনতে পারিনা

না আমি তোমায় কিনতে পারিনা সে ফুল দিয়ে
যা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সুগন্ধিযুক্ত

প্রণয়শীল কাব্যিক স্তবক দ্বারা আমি তোমার সওদা করতে পারিনা
হে প্রেম, প্রিয়তমা আমার

তোমার বিনিময়ে দিতে চাইনা আমি কোনো তাজমহল
না কোনো কোহিনুর, না কোনো স্বর্গ- কাল্পনিক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০ বার পঠিত     like!

কে আমি?

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

আমি আবেগী
তোমার প্রতি আমার এ ভাললাগা
এক উন্মাদ চরিত্র

আমি ভালোবাসার শাস্ত্রে জ্ঞানহীন
বার বার ব্যর্থ ছাত্র এর বোধগম্যতায়

তোমার স্মিত হাসি, লাজুক চাহনি,
ঠোঁট জোড়ার অস্ফুট ঢেউ
আমাকে বার বার হত্যা করে
এ মোহাবিষ্ঠ আবেগের কেন্দ্রে

আমি চাঁদের জোছনায় ফিরে দেখি
সে তোমার সৌন্দর্য নিয়েই পৃথিবীকে আলোকিত করে

সকালের স্তুতির শব্দে,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬ বার পঠিত     like!

তুমিই আমার কবিতা

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১২ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৭

আমায় কিছু অক্ষর দাও
আমি শব্দ বানাব
আমায় কিছু শব্দ দাও
আমি বাক্য বানাব
আমায় কিছু বাক্য দাও
আমি কবিতা বানাব
আমায় কিছু কবিতা দাও
সেখানে আমি তোমায়ই খুঁজব

এ তোমার কাব্যময়ীতার সবই
এ তুমি - কাব্যময়ীতার কলি,
কাব্যময়ীতার বৃন্ত,
কাব্যময়ীতার দল,
কাব্যময়ীতার পাতা,
কাব্যময়ীতার সুগন্ধি হয়ে ছড়িয়ে পড়ো প্রান্তর থেকে প্রান্তরে
বন্দর থেকে বন্দরে - নিসর্গ সর্বময়।
আর এ তুমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪ বার পঠিত     like!

ভীষণ প্রয়োজন

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

আমার ভীষণ প্রয়োজন
(যদিও সব আমার জন্য নয়)
ভীষণ প্রয়োজন তোমাকে, তোমার দু'হাতের গোলাপ

এক মুঠো রোদ্দুর, কিষাণের হাসিমাখা মুখ প্রয়োজন
ফুলে ফলে ভরা সবুজ, হলুদ, হিরন্ময়ী মাঠ প্রয়োজন

ঘাটে ঘাটে শহুরে প্রভাতে কুটুম পাখির ইষ্টিকুটুম ডাক প্রয়োজন
ঐ ডাকে দিদিমনিদের হাসিমাখা শুভযাত্রা প্রয়োজন

কবিতায় জোছনামাখা জোনাকির বিচরণ প্রয়োজন
বাসন্তীক লাল গালিচায় কৃষ্ণচূড়ার স্বাধীনতা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

পুরুষ

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

জানিনা পুরুষ মানে কি!
যদি এ পৃথিবী প্রকৃতির অংশ হয়,
যদি এ পৃথিবী সংশ্লিষ্ট সবই প্রকৃতি হয়,
আর যদি প্রকৃতি মানেই নারী হয়
তবে পুরুষ কি বা কে?
সবিই বা সবাই তো নারীর খন্ডিত অংশ মাত্র!

© মাহতাব বাঙালী বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩ বার পঠিত     like!

২০২৩

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

হাত থেকে খসে যাবে সবুজ প্রকৃতি;
ঝরে পড়বে সব নৈসর্গিক ফুল;
আত্মহুতির রক্ত ফোটায় ফোটায়
বর্ণময় করে তুলবে পৃথিবীর বিছানা;
হয়ে যাবে পাণ্ডুবর্ণ সময়ের শরীর;
এ যে আমার ২০২৩!

© মাহতাব বাঙ্গালী

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩ বার পঠিত     like!

অস্তিত্ব

লিখেছেন মাহতাব বাঙ্গালী, ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:১৯


আমি নেই, না থাকার অধ্যয়নে
অধীত জ্ঞানেও নেই আমি !
আমি আছি দৃশ্যে অদৃশ্যে
পরম বিশ্বাসের বিনয়ী ভাবে

© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৭/১১/২০২২

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৯৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ