আমি তো সর্বাগ্রে মানুষ
বিশ্বাসের জোরেই আমি নির্দিষ্ট গোত্রে
এটা আমার মাঠ যেখানে আমি হাঁটি
এটা আমার বাড়ি যেখানে আমি থাকি
এই পুকুরেই গোসল করি
এই নদীতেই মাছ ধরি
এই সবুজ বনে আমি ঘুরে বেড়াই পাখির গানে গানে
এই পৃথিবীর যেখানেই যাই সব আমারই
আমার বিপরীতে এই যে তুমি
বিশ্বাসের বাজারে হয়তো অন্য গোত্র বাছাই করেছো
তবে তুমিও সর্বাঙ্গে মানুষ ঠিক আমার মতোই
বাস্তবতায় আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই
অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আবারও অস্তিত্বহীনতায়-
এই ঘূর্ণনে আমাদের এই পৃথিবী সদা জাগ্রত
তবে কেনো এতো মারামারি, এতো হানাহানি
এতো ঘৃণা ও দ্বন্দ্ব, এতো রক্তক্ষয়ী যুদ্ধ?
© মাহতাব বাঙ্গালী
নভেম্বর ০১, ২০২৩
চট্টগ্রাম
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



