প্রতি মুহূর্তে আপডেট দেয়ার অনুরোধ জানাচ্ছি:
১। comment by: আরিফুর রহমান বলেছেন: আর্মি নিজেদের দোষ আড়াল করতে বিশাল ক্যাম্পেইন হাতে নিয়েছে।
২। comment by: নুভান বলেছেন: সহমত
৩। comment by: সাদাচোখ বলেছেন: আমার কেন যেন মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি মার্সেনারী(ভাড়াটে সৈনিক) বাহিনী। গত কয়েক বছর এরা শান্তি রক্ষা মিশনের নামে বহুত গলাবাজী করেছে। অথচ নিজ দেশেই এরা বারবার অশান্তি ডেকে এনেছে। এতটুকু দেশ আমাদের সেখানে কি ২৫০০০০ সেনার দরকার আছে? সংঘাতের দ্বারা শান্তি অর্জন কি সম্ভব। আমার তো মনে হয় দেশীয় কূটনৈতিক তৎপরতাতে বেশি আত্ননিয়োগকরা প্রয়োজন। কারন যেসব দেশের সেনাবাহিনীর সাথে আমাদের যুদ্ধ হওয়া সম্ভব, তাদের সরঞ্জাম বা সংখ্যা যেদিক দিয়েই দেখিনা কেন, আমরা আমরা পিছিয়ে আছি। আর অন্য কোন ক্ষেত্রে নিজের বর্বরতা দেখাতে না পেরে এখন তারা তাদের রাগ ঝাড়ছে আদিবাসীদের উপর, এ যেন এক সমেহন।
৪। comment by: আই লাভ ব্লগিং বলেছেন: +++
৫। comment by: টোনাটুনি বলেছেন:
ছবিঃ চলেশ রিছিলের নির্যাতনের নীরব সাক্ষী
এরাই বাংলাদেশের আর্মি
৬। comment by: পথিক মানিক বলেছেন: ৩০% নিরন্ন মানুষের দীর্ঘশ্বাস কিন্তু বড়ই নির্মম। এই অভিশাপ থেকে বাঁচতে হলে - সাধারন মানুষের কাতারে নেমে আসুন।
৭। comment by: কাক ভুষুন্ডি বলেছেন: সমুদ্রের পুলা আর পিসলার জ্বলে ক্যা?
৮। comment by: এস্কিমো বলেছেন: মুন্নি সাহার রিপোর্টে যে কয়জন বিধ্বস্থ বিডিআর দেখাগেছে - তাদের দেখলে আপনি হয়তো এই ধরনের কথা লিখতেন না। এরা যা করেছে - বাধ্য হয়েই করেছে। পুঞ্জিভুত ক্ষোভ আর অপমানের বহি:প্রকাশ এই বিদ্রোহ।
সর্বগ্রাসী সেনাবাহিনী দেশের সব সংস্থার উপরে বসে মাখন খায় আর দূর্নীতির দায়ে বোকারা জেলে যায়। বিষয়গুলো ভেবে দেখবেন।
স্যালুট বিডিআর জোয়ানদের প্রতি।
৯। comment by: রন্টি চৌধুরী বলেছেন: বিডি্আর এর দু্খ বুঝতে পারলে আপনার কলম থেকে এই লেখা বেরুত না।
বিডি্আর কে দেথেন, আমরা মাঝে মাঝেই তাদের পিঠ চাপরে দেই যখন সীমান্তে সাহসী কিছু করে। কটা কথা বলি, যখন বিএসএফের গুলিতে মরে। কিন্তু কথনও ভাবি না, তারা যে কাঠফাটা রোদে চৌকিতে অদন্দ্রপ্রহরী হয়ে বসে থাকে, বিপরীতে পায় কি তারা?
সেনাবাহিনী কি করে? অথচ তাদের সুবিধা দেখূন...বেতন স্কেল আর সুবিধার বৈষম্য দেখূন।
আবার বিডিআর এর শীর্ষ কর্মকর্তা সব সেনা থেকে নেয়া? কেন?
কেন বিডিআর এ যোগ্য কর্মকর্তা গড়ে তোলা হয় না? এক্বি দেশের দুটি বাহিনীতে এত বৈষম্য কি কারনে?
সবসময় বিডি্আর কে শ্রদ্ধার চোখে দেখেছি। আজকের ঘটনায় তাদের প্রতি শদ্ধা আরও বাড়ল।
স্যালুট বিডিআর।
১০। comment by: হাসান বায়েজীদ বলেছেন: @লেখক............"নাগরিক হিসেবে আমার জীবনকে কোনো বাহিনী
জিম্মি করতে পারেনা ।
দেখুন , কিভাবে শিশু - নারীরা হন্য হয়ে কাঁদছে।
বাড়ি ফিরতে পারছে না।
এটা অমানবিক।
গুলি চালাবার মতো কোনো পরিস্থিতিই ছিল না।দাবী আবার, বহু বার তারা জানাতে পারতেন।"...............
...................
" সীমান্ত পাহারা দিয়ে যারা ১৫ কোটি মানুষের ঘুমকে নিশ্চিন্ত নিরাপদ করে রাখছে...তাদের ভাষাটা আপনার মতো সুশীল লেখরা বুঝতে না পারার ব্যর্থতার জন্যেই এই ব্যবস্থা..
১১। ...
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৯ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



