আমাদের কুরআন পড়ার প্রতি বিভিন্ন কারণেই অনাগ্রহ/ভীতি কাজ করে- আরবী না জানার ভীতি, উচ্চারণে সমস্যা, সময়ের সমস্যা, অযু-গোসল, হরফের সমস্যা ইত্যাদি কারণে আমরা বেশীরভাগ ৯০% মুসলমানরা কুরআন পড়া/জানা থেকে বিরত থাকি।
তাই সম্পূর্ণ কোরআন বাংলায়............ আগে জানুন। তারপরে আরবীতে জানুন পারলে ইংরেজীতেও পড়বেন তাহলে এর ভালো অর্থ ও ব্যাখ্যা বুঝতে পারবেন (আমার ব্যক্তিগত মত) জানার জন্য বাংলায় পড়তে হবে, তেলাওয়াত/ক্বেরাত বা সওয়াবের জন্য আরবীতে পড়তে হবে আর অবশ্যই নামাজেও আরবীতে পড়তে হবে।
আমরা কুরআন সওয়াবের / নেকীর আশায়ই পড়ি কিন্তু জিজ্ঞাসু মনে পড়ি না !!!!!
আল-কোরআনের ছোট সাইজের ফাইল। যদি সম্ভব হয় তাহলে সেভ করুন, পড়ুন ও জানুন শুধুমাত্র বাংলায় অনুবাদকৃত (আরবী ও বাংলা উচ্চারণ ছাড়া), আমরা তো কত সময়ই উপন্যাস, কবিতা, গল্প, ইতিহাস ইত্যাদি পড়ে সময় কাটাই আর এটাতো সকলেরই সারা জীবন চলার পাথেয় .............. গল্প/উপন্যাস/ইতিহাস মনে করেই পড়ুন না !!!!!
http://www.mediafire.com/view/y5qcj0ctffmd1c5/The_Holy_Quran_[Bangla].pdf
ভুল হলে ধরিয়ে দেবেন, সমস্যা হলে জানাবেন, উৎসাহ-প্রেরণা পেলে আপনাদের জন্য প্রয়োজনীয় আরো বই এর যোগান দেবো ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




