খুব ভোরে যখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক মানে ১ নং গেটে এসে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা পুলিশ র্যাব অবস্থান নেয় তখন অনেকেই আশংকা করেছিল সামথিং গোয়িং রং। সকাল ৯টা থেকে আসতে আসতে ছাত্রীরা মুল ফটকে আসতে থাকে। তারা প্রথমে পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেলেও ক্রমেই স্বাভাবিক হতে থাকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বাড়তে থাকে প্রতিবাদ আর উত্তেজনা। এসময় পুলিশ ছাত্রীদের তেমন কিছু না বললেও বাধা দেয় আগত অভিভাবকদের। কিছুটা উত্তেজনা ছড়ালেও ছাত্রীদের তীব্র স্লোগান আর অভিভাবকদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে। এভাবে পালিতে হয়ে গেল পরিমল নামক এক মানুষরূপী পশু এবং তার অন্যতম সহযোগী প্রিন্সিপ্যাল হোসনে আরার বিরুদ্ধে চমৎকার প্রতিবাদী এক মানবন্ধন। সব সাহসী সাবেক-বর্তমান ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে সাবেকদের উপস্থিতি ও ভুমিকা সত্যি হতাশাজনক ছিল। এই দিকটা ছাড়া মানব্বন্ধন শতভাগ সফল। তবে ভাল লেগেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেয়া দেখে।
ছবি- ইশরাত আমিন
ছবি- বাংলানিউজ২৪
প্রধান গেটে সকালে অবস্থা নেয়া পুলিশ
খুব সকালে এসে ও প্ল্যাকার্ড লেখা শুরু করেছিল
পরিমলের শাস্তি দাবী করে বানানো পোষ্টার ছবি- তানজিলা
রাত নয়টা। দুই বন্ধু রাস্তা দিয়ে হাটছে। আকাশে মেঘ জমেছে। এক বন্ধু বলল, আমার আর বেচে থাকতে ইচ্ছা করে না। কেন ভাই? আমি কেন বেচে থাকবো,... ...বাকিটুকু পড়ুন
জীবনের ১৬ বছর ব্লগে কাটিয়েও কারো সাথে কখনই আড্ডা দেয়ার সুযোগ হয়নি। বা বলা যায় দেখা করারই সুযোগ হয়নি। যাহোক, এবার সে সুযোগ করে দিয়েছে আমাদের আবহাওয়াবিদ ব্লগার [link|https://www.somewhereinblog.net/blog/mostofa_kamal|মোস্তফা কামাল... ...বাকিটুকু পড়ুন
আমার কর্মস্থল আমার বাড়ি থেকে প্রায় ১১৪০ কিলোমিটার দূরে, অন্তত গুগল ম্যাপ সেটাই বলছে। তবে অতটা পথ পাড়ি দিয়ে আমাকে প্রতিদিন যেতে আসতে হয় না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই... ...বাকিটুকু পড়ুন
১৫ বছর পূর্তির এই পোস্টটা যখন লিখছি, তখন আমি একটা বড় পারিবারিক দূর্বিপাকের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ছোটভাইয়ের কনিষ্ঠ পুত্র, যার বয়স ১১ মাস, সে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রায়... ...বাকিটুকু পড়ুন
১. অদ্ভুত মোহ মায়ার জগৎ এটা। সবকিছু ছেড়ে চলে যেতে হবে জেনেও বারবার আঁকড়ে ধরার ব্যর্থ চেষ্টায় রত থাকি। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কেউ আর বেশি... ...বাকিটুকু পড়ুন