খুব ভোরে যখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক মানে ১ নং গেটে এসে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা পুলিশ র্যাব অবস্থান নেয় তখন অনেকেই আশংকা করেছিল সামথিং গোয়িং রং। সকাল ৯টা থেকে আসতে আসতে ছাত্রীরা মুল ফটকে আসতে থাকে। তারা প্রথমে পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেলেও ক্রমেই স্বাভাবিক হতে থাকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বাড়তে থাকে প্রতিবাদ আর উত্তেজনা। এসময় পুলিশ ছাত্রীদের তেমন কিছু না বললেও বাধা দেয় আগত অভিভাবকদের। কিছুটা উত্তেজনা ছড়ালেও ছাত্রীদের তীব্র স্লোগান আর অভিভাবকদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে। এভাবে পালিতে হয়ে গেল পরিমল নামক এক মানুষরূপী পশু এবং তার অন্যতম সহযোগী প্রিন্সিপ্যাল হোসনে আরার বিরুদ্ধে চমৎকার প্রতিবাদী এক মানবন্ধন। সব সাহসী সাবেক-বর্তমান ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে সাবেকদের উপস্থিতি ও ভুমিকা সত্যি হতাশাজনক ছিল। এই দিকটা ছাড়া মানব্বন্ধন শতভাগ সফল। তবে ভাল লেগেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেয়া দেখে।
ছবি- ইশরাত আমিন
ছবি- বাংলানিউজ২৪
প্রধান গেটে সকালে অবস্থা নেয়া পুলিশ
খুব সকালে এসে ও প্ল্যাকার্ড লেখা শুরু করেছিল
পরিমলের শাস্তি দাবী করে বানানো পোষ্টার
ছবি- তানজিলা
প্রথম থেকেই যে পোস্ট দিয়ে সব আপডেট দিচ্ছিলাম- একজন পরিমলই হোক দৃষ্টান্তমূলক সাজার অনন্য উদাহরণ..আসুন ছোট এই বোনদের পাশে দাঁড়াই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৯