খুব ভোরে যখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক মানে ১ নং গেটে এসে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা পুলিশ র্যাব অবস্থান নেয় তখন অনেকেই আশংকা করেছিল সামথিং গোয়িং রং। সকাল ৯টা থেকে আসতে আসতে ছাত্রীরা মুল ফটকে আসতে থাকে। তারা প্রথমে পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেলেও ক্রমেই স্বাভাবিক হতে থাকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বাড়তে থাকে প্রতিবাদ আর উত্তেজনা। এসময় পুলিশ ছাত্রীদের তেমন কিছু না বললেও বাধা দেয় আগত অভিভাবকদের। কিছুটা উত্তেজনা ছড়ালেও ছাত্রীদের তীব্র স্লোগান আর অভিভাবকদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে। এভাবে পালিতে হয়ে গেল পরিমল নামক এক মানুষরূপী পশু এবং তার অন্যতম সহযোগী প্রিন্সিপ্যাল হোসনে আরার বিরুদ্ধে চমৎকার প্রতিবাদী এক মানবন্ধন। সব সাহসী সাবেক-বর্তমান ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে সাবেকদের উপস্থিতি ও ভুমিকা সত্যি হতাশাজনক ছিল। এই দিকটা ছাড়া মানব্বন্ধন শতভাগ সফল। তবে ভাল লেগেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেয়া দেখে।
ছবি- ইশরাত আমিন
ছবি- বাংলানিউজ২৪
প্রধান গেটে সকালে অবস্থা নেয়া পুলিশ
খুব সকালে এসে ও প্ল্যাকার্ড লেখা শুরু করেছিল
পরিমলের শাস্তি দাবী করে বানানো পোষ্টার ছবি- তানজিলা
বাংলাদেশে শিক্ষার মান নিয়ে সবার মুখে নানা রকম কথা শোনা যায় । কেউ কেউ বলছেন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে , কেউ বলে দিন দিন তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
ওষুধে দুটো উপাদান থাকে। ওষুধের যে রাসায়নিক উপাদানটি মূলত রোগ সাড়ানোর কাজ করে, সেটিকে বলে এপিআই। দ্বিতীয় উপাদানটিকে সহকারি উপাদান বলে, যেমন— স্টার্চ, রং বা ফ্লেভার।
ওরা আগেও বলদ ছিলো, এখনও আছে। এই বক্তব্যর পর ভারত এখন আরও জোর গলায় বলবে যে কাশ্মীরের সাম্প্রতিক হামলা পাকিস্তানের ইন্ধনেই হয়েছে এবং ফুল ফোর্স নিয়ে স্ট্রাইকে গিয়ে কাশ্মীরকে... ...বাকিটুকু পড়ুন
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলিম হওয়ায় এবং ভারত বিদ্বেষী(যৌক্তিক কারণ আছে) হওয়ায় এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের উপর নির্যাতন থেকে... ...বাকিটুকু পড়ুন