“...হে আল্লাহ ডাকছি তোমায় বারবার
ক্ষমা করে দাওনা যে তুমি প্রতিবার
কত কাঁদবো যে আর
ভালোবাসে তোমায় এ হৃদয় আমার
পেয়েছি রমজান থাকিনি রোজা
করে ফেলেছি অনেক পাপেরি ভোজা
পড়িনি নামাজ তোমার ঘরে গিয়ে
আর যে থাকতে চাইনা এ ভোলা পথে
করে দাওনা ক্ষমা তুমি আমাকে
করে দাও তুমি নামাজি আমায়
ক্ষমতা দাও যেন বেশি ডাকি তোমায়
নবীজি (সঃ) এর উম্মত যে আমি
দয়া করে ক্ষমা করে আমায় দাওনা তুমি...”
September,2010
Rana Islam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




