এইরকম নিঃসঙ্গ রাতগুলো
হঠাৎ করেই হানা দিয়ে ভেঙে দেয় মনের দরজা,
নিজের খুব ভেতরের একলা মানুষটিকে মুখোমুখি পেয়ে যাই! এইরকম রাতগুলোয় যখন সব থেকেও হুট করে মনে হয়
কিছু নেই!
এই রাতগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে,
বহুযুগের পরে ঘড়ির কাঁটা এগোয় একটা করে ঘর;
ছোট ছোট শব্দগুলোও কানে ধরা দেয় স্পষ্ট হয়ে
বহুদূরের কোন প্রাণের স্পন্দনের জন্য উন্মুখ হয় মন!
পাশে থাকা মানুষটির ছন্দময় শ্বাস-প্রশ্বাস শুধু
শোনা হয়ে ওঠে না!
এইরকম রাতগুলোয়
প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গন যখন শীতল হয়ে আসে,
কিংবা নিজেই শীতল হয়ে উঠি,
নিজেকে অচেনা ঠেকে সবচেয়ে আপনজনের মাঝে
মন ছটফট করে বলে ওঠে,
কোথাও কেউ নেই...কিছু নেই...
আমি কোথাও নেই!
এই রাতগুলো হুট করে এসে হানা দেয়,
খুলে দেয় মনের যত বন্ধ জানালা।
ভেতর ঘরে খুব একলা একটা মানুষ!
আচমকাই মুখোমুখি আমি চমকে উঠি
এই আমি!
এইরকম রাতগুলোয় খুব একা এই আমি!