কিশোর কুমারের একটা গান কানে বাজছে,ঐ যে গানটা.... দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহীন আধার পথে.....আকা বাকা....
ই-প্রথম আলো নিয়মিত দেখি,শিক্ষা পাতায় নিউজটা দেখা একটা সার্চ দিলাম.. দেখিতো কি?ব্লগ দিবসটাই বা কি কেন?
কুয়া দেখবো বলে এসে অবাক হলাম.....এত সমুদ্র।
শেষ পর্যন্ত একটা একাউট খুলেই ফেললাম, কিন্তু অবাক হচ্ছি, ট্রাফিক সিগন্যালের মত সংকেত দেখে।
দেখি সাত দিন পর কি বলে.... কি হয়।
ব্লগার ভাই বোনদের মত আমিও আজকে সামহোয়্যার ইন এ ইন করে হারিয়ে গেলাম....
নিখোজ সংবাদ হিসেবে নিউজটা খারাপ হবে না,কি বলেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





