কথা হয় না অনেকদিন
অথচ শহরের রাস্তায় আজও বেড়ে চলে ট্রাফিক
যানজটে ক্ষয়ে যাচ্ছে জীবনের আয়ু - আগেরই মত
ভীড়ের মধ্যে জানি হারিয়ে যাওয়া মুখ খুঁজতে যাওয়া বোকামি -
চঞ্চল চোখ তার বোঝে কতটুকু
শহরের রাস্তায় শুধু নির্দয় প্রত্যাখ্যান
ভ্রুকুটিতে বিব্রত আমি
মিলে মিশে একাকার হয়ে গেছি পিচ মোড়া পাথরের দগ্ধ ইতিহাসে
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


