একই শহরে ছিলাম আমরা
অথচ দেখা হলো না!
একই আকাশের নিচে
একই পৃথিবীর হাওয়া শুষে নিয়ে বাঁচি,
তবু দেখা হলো না ব'লে
ইট-কাঠ-জঞ্জালের জীবন ছাড়া স্বপ্নের মতন
অধরা আজ তোমার সন্তাপ!
অভিমান ছুঁয়ে দেখা মিউটেন্ট প্রেমিক হওয়া হলো না আর
স্বপ্নাহত বিবাগী লাল টিপ কিংবা
সিনেপ্লেক্সের ক্যারামেল পপকর্ণ
সবকিছুই মিথ্যা আজ
একই শহরে ছিলাম আমরা
অথচ দেখা হল না ব'লে
একই স্বপ্নে বাঁচা হলো না আর...
আর দেখা হলো না আমাদের...
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


