আজ থেকে আর কিছুই ছোঁবো না
এই শহরে সারারাত জেগে নিয়ন আলোরাও নিভে যায় ভোরে
অতসব জেনেও তোমাকে ছোঁবো না আর
আজ থেকে কিছুই ছোঁবো না জেনেও
সন্ধ্যায় মেঘেদের মন খারাপ হলো
অতটা সময় ধরে বৃষ্টিতে ভেঁজো না তুমি
মেঘেদের প্রতিজ্ঞা ভাঙা এই বর্ষণ স্পর্শ আমার
প্রতিক্ষণের প্রতিক্ষা যেন উচ্চারিত হয়েছিল
চিরচেনা গোপন প্রহরে
অলৌকিক নিবিড়তায়
নির্বাসিত রাজপুত্রের মতোই যাদের উৎকণ্ঠা তোমাকে ছোঁবে