ক্ষুধা এত সর্বগ্রাসী কেন?
অন্নের অভাবে জানি ক্ষুধার আবির্ভাব
অথচ ক্ষুৎ পিপাসায় ডাল-ভাত-মাছের চেয়েও
ভীড়হীন আড়ম্বরহীন নৈশব্দ, কিম্বা নীলাভ এক আকাশ বুকে নিয়ে নেলপালিশের চকচকে আশ্রয় কখনো কখনো অনিবার্য হয়ে ওঠে
ব্যক্তি থেকে এইসব জড়দের ক্রমশ ক্রিয়া হয়ে ওঠার গল্পে
শুধুই অভাব,অপচয় আর অপেক্ষার পতন
ঋতু বদলের রূপান্তর শুধু হয়
দীর্ঘ অনাহারে মেদের ক্ষয়ে কৃশকায় এই হৃদয়
এই বেদনা কারে বলি!
কি করে যে বলি
নতমুখ - অছ্যুৎ অতিরিক্ত -
জানে শুধু হাতঘড়ি , কিংবা জানে স্মার্টফোন
চোখদুটো আহা সাবলীল সারাক্ষণ ওখানেই
না কাজল চোখে, না ঠোঁটে , না চিবুকে
কিংবা পেলব পায়ের পাতায়
তাই ভুলে যাই আড়চোখেরও পরাভয়-
কেউ জানবে না অতসব প্রণয়ের পরাজয়
শুধু শুধু নোটবুকের পাতায় এবস্ট্রাকট আঁকাবুকি
অথচ কেউ কেউ বলে ওগুলো নাকি কাউকে লেখা চিঠি
এখন আর কারও খিদে পায় না
এখন এই জাদুর দুনিয়ায় কেউ ক্ষুধার্ত নয় আর
তাই চিঠিরও রূপান্তর হয়
বেমালুম হাওয়া হয়ে যাওয়া সিক্রেট কনভারসেশনের মত
নারীরা ভুলে যায় সম্ভ্রম
প্রেম হয়ে ওঠে মেধাহীন -
প্রিয় গানেরা বন্দী হয়ে আছে আজীবন এয়ারপডে
যেন চিরদিনের হারিয়ে যাওয়া প্রদীপের দৈত্যের মতো ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০২