ইফতেখার সাহেব বইয়ের দোকানে গেছেন বই কিনতে।
বিক্রেতা: স্যার, এ বইটা নিয়ে যান।
এটা একটা ভয়ের বই।
এতে কালো জাদু সম্পর্কে লেখা আছে!
ইফতেখার সাহেব: দাম কত?
বিক্রেতা: তিন হাজার টাকা।
ইফতেখার সাহেব: এইটুকুন পাতলা বইয়ের এত দাম!
বিক্রেতা: জি, স্যার!
এ বইতেও কালো জাদুর প্রভাব আছে।
(ফিসফিস করে বলল বিক্রেতা, ভুলেও এ বইয়ের শেষ পৃষ্ঠাটা খুলবেন না! খুললেই আপনি জ্ঞান হারাবেন!)
কৌতূহল সামলাতে না পেরে বইটি কিনলেন ইফতেখার।
পুরো বইটা পড়লেন, কিন্তু শেষ পৃষ্ঠা খুললেন না।
একদিন সাহস করে শেষ পৃষ্ঠাটা উল্টে দেখলেন।
তাতে লেখা আছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য ৩০ টাকা!
ইফতেখার সাহেব মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ফেললেন!!
আর সত্যিকারের ভতের সন্ধান পেলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



