আমার আকাশে ঝড় বয়ে গলে , নিরব ব্যথায় ঝড়ে পড়ল তিল তিল করে গড়ে তুলা ভালবাসার রঙ্গনি স্বপ্ন গুলো ।
কেন এমন হয় ! অনকে কষ্টে মনকে বুঝাই , ভালবাসি তাই বেদনা গুলো মধুর হয়ে যায় ।
আগে যদি জানতাম এভাবে কার সাথে নিজেকে জড়াতামনা ।
এখন আর পিছু ফিড়বাড় অবকাশ নেই। ভালবাসি তাই মেনে নিতে হয়।
যখন তোমাড় কথা ভাবি , স্বপ্ন গুলো সাজাই , কখন ভোড় হয়ে যায় অবচতেন মনে ঠাহড়ই করতে পারিনা।
আমাদরে ভালবাসা পবিএ, তাই প্রকৃতরি কাছে বলে যাই আমাদরে জন্য একটু আশির্বাদকড়।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





