মেয়েঃ আমার দিলের বিলে লিখে দিব যার নাম রে, সে আমা
পেয়ারে লাল রে,পেয়ারে লাল রে, পেয়ারে লাল রে।
আমার প্রেমের ফাঁদে ফেঁসে যাবে যে মাল রে সে আমার
পেয়ারে লাল রে,সে আমার পেয়ারে লাল রে।
ছেলেঃ চল হাটা হাটা এসব আঁতেল খোকা, শোন দিল্কি রাণী
don't be funny, I am ur Raja.
মেয়েঃ আমার রুপের নজর, হায় যে আমার রুপের নজর বেশি
দিবে রুপিয়ার চেয়ে সে আমার পেয়ারে লাল রে,
সে আমার পেয়ারে লাল রে, সে আমার পেয়ারে লাল রে।
ছেলেঃ নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই মজনু দেবে লায়লা কে শশা।
মেয়েঃ হায় রসেতে, রসেতে ডুবেছে যাওয়ানীর আগুন, থামালেও থামেনা
এই প্রেমের ফাগুন।
ছেলেঃ নেশা লেগেছে প্রেমের নেশা তাই লায়লা মজনুর প্রেমে
জেগেছে ভালবাসা।
মেয়েঃ যাবাপে লেগেছে নামাস্তে প্রেমে, ক্রমশ বেড়েছে চমক দিলে
আমার মনের মধু ডুবে ডুবে যে খায় রে, সে আমার পেয়ারে লাল রে,
দিলের বিলে লিখে দিব যার নাম রে সে আমার পেয়ারে লাল রে।
ছেলেঃ তোর দিলের বিলে স্ট্যাম্প মেরে লিখে দিব রে, আমি তোর
পেয়ারে লাল রে, আমি তোর পেয়ারে লাল রে।
গানটা কলকাতার দুই পৃথিবী সিনেমার।
এবারের ঈদের জন্য কলকাতার বাংলা মুভি নিয়ে আসল গরম গান, মুন্নির বেইল নাইক্কা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




