একটা পোস্ট দিলাম। এমন কিছু দামী নয়। এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। সেপ্টেম্বরের ১০ তারিখ রাতে। পোস্টের নাম "এক্সপেরিমেন্টাল" লিংক (Click This Link)।
ব্লগটা ১৭১ বার পঠিত। কিন্তু ০ টি মন্তব্য, ০ জনের ভালো লেগেছে, ০ জনের ভালো লাগেনি।
এর মধ্যে আমি নিজে চেষ্টা করেছি ৮-১০ বার। বাকীরা অন্য ব্লগাররা। এমন হতেই পারে, কেউ কোন মন্তব্য করেনি, কেউ কোনো রেটিং করেনি। হতেই পারে। কিন্তু তবু কেমন যেন মন মানতে চায় না।
(জনান্তিকে: আমি নিজে অবশ্য ২-১ বার লগ ইন না করে ব্লগে ঢুকে পোস্টটা পড়ার চেষ্টা করেছি। পড়া যায়নি।)
এই পোস্টের মন্তব্য সরাসরি প্রকাশিত হবে বক্সে চেক মার্ক করা আছে। তবু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




