কিয়ো বাইসাব, এই তা কাম?
এক ট্যাহার মাল, বিশ ট্যাহা দাম?
সারা জীবন করসুইন চুরি
কইরেয়া গেসুইন শিনাজুরি
অহন তো বাই বেহের বিফদ, একটু তামন যায় না?
বিবেক কি নাই আফনের? ঘরে নাই আয়না?
বাইসাব গো, মরতাইন না?
কয়দিন তাকবাইন? যাইতাইন না?
মাটির নিসে ব্যাংক নাই
ঘুষ দেওনের চান্স নাই!
হিসাব চাইবো চুরি লুটের, বেকতার হিসাব আছে?
কার কত মাইরেয়া কাইসুইন, হিসাব আল্লাহর কাছে!
কত লাগে? কত ট্যাহা?
জমি বাড়ি, ফুরা ঢাহা?!
অত ট্যাহা ব্যাংকে আফনের, সাগর কিনতে ফারুইন
ফরিবাররে বিদেশ রাইখ্যেয়া, একলা দেশে তাহুইন!
আহা, কত কষ্টে আসুইন!
কিন্তুক, ট্যাহা কই রাহুইন?
লাশের হাত বাইন্দেয়া রাখসে! কইনছে কেমুন লাগে?
আর কত চাইন তে? কত আর লাগে?
দেশটার তো ছোবলাও নাই? এত কিদা লাগে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


