শেষ হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ! সেখানে ধানের শীষ এবং নৌকা বরাবরের মতোই ফল পেয়েছে ! হার জিৎ নিয়ে চলছে উভয় দলেই চিরুনি বিশ্লেষণ !
এই যেমন বিএনপির বাবু গয়েশ্বর চন্দ্র বরাবরের মতোই উক্তি দিলেন- "কুসিক নির্বাচনটা আনফেয়ার হইলেও ফলাফলটা ছিল ফেয়ার" , এমনিকরে নাসিক নির্বাচনের পর বলেছিলেন "নির্বাচন ফেয়ার ছিল কিন্তু ফলাফলটা আনফেয়ার" ! এখন তিনি এসব উক্তি ঝাড়তেই পারেন কারণ, ফলাফলটা তাঁদের পক্ষে গেছে ! আবার হেরে গেলে বেচারি নুরুল হুদা সাহেবের কি যে করতেন আল্লা মালুম !
পক্ষান্তরে কুমিল্লা আওয়ামীগের মধ্যে চলছে নেতা কিসিমের লোকগুলোর তুলোধুনো পর্ব কারণ লোটাস কামাল, বাহার সাহেবেরা এবার যে খেল দেখিয়েছেন তা কেবল শেখ হাসিনা নয় সমগ্র আওয়ামীলীগই দীর্ঘদিন মনে রাখবেন ! আর সারা দেশের আওয়ামীলীগাররা তো পুরো কুমিল্লাবাসীকে বানিয়েছেন খন্দকার মোস্তাক !
কেউ কেউ তুলেছেন নতুন সুর যেমন সংখ্যালঘুদের ষাট হাজার ভোট গেলো কোথায় ? যদি সংখ্যালঘুদের ভোট আওয়ামীলীগ পায় তাহলে আওয়ামীলীগ নেতা কর্মীদের ভোট গেলো কোথায়!
যাহোক, নুতন নির্বাচন কমিশনার নুরুলহুদা সাহেবকে ধন্যবাদ যে, তিনি তাঁর কথা কিছুটা হলেও রাখতে পেরেছেন এবং বিএনপি এতদিন মুখে যাই বলুক না কেন, এখন কিছুটা হলেও নুরুলহুদা সাহেবের প্রতি আস্থা ফিরে পেয়েছে !
এছাড়া বিএনপি এই নির্বাচনে জয়লাভের ফলে কিছুটা নয় পুরোটাই মেরুদন্ড সোঁজা করে দাঁড়ানোর শক্তি সাহস পেয়ে গেছে বলবো ! এতদিন খালেদা জিয়া নির্বাচনকালীন নির্দলীয় সরকারের যে দাবি আন্দোলন করে আসছিলেন; এখন সেই দাবি আন্দোলনটা আরও স্পষ্ট এবং জোরালো হলে অবাক হওয়ার কিছু নেই ! কারণ, তাঁরা জনগনের মনের মাপকাঠি অনেকটাই জেনে গেছে যে, জনগণ তাঁদের (বিএনপি) অতীত কর্মকান্ড পুরোটাই ভুলে গেছে কিংবা মনে রাখেনি ! বিএনপি এটাও বুঝে গেছে, যে জনগণ শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেখে না সেই জনগণকে নিয়ে আরেকবার বাঁজি ধরা যেতেই পারে !
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


