আচ্ছা, ব্লগার হবার জন্য কি প্রয়োজন? মাঝে মধ্যেই আমার মাথায় এসব চিন্তা ভাবনা ঘুরপাক খায়। ব্লগার হওয়া কি খুব কঠিন না খুব সহজ? একটা ব্লগের সাইট খুললেই কি ব্লগার হওয়া যায়? উত্তরটা খুব সহজ ছিল এতদিন আমার কাছে। ব্লগার হবার জন্য প্রয়োজন প্রচুর জ্ঞানের। কোন বিষয় নিয়ে লিখতে হলে প্রথমে সে বিষয়টা পুরোপুরি জানতে হবে। সে বিষয়ে থাকতে হবে প্রচুর জ্ঞান। এজন্য পড়তে হবে প্রচুর, জানতেও হবে প্রচুর। মানসিকতা হতে হবে একজন মানুষের মত। সত্য কে সত্য বলার এবং মিথ্যা কে মিথ্যা বলার সাহসটা থাকতে হবে। ভুল স্বীকার করার মানসিকতাটাও জরুরী। ব্লগার হবার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করতাম। লিখতামও অনেক। লেখা শেষে পড়ে হাসতাম। বিজয়ীর হাসি থাকত মুখে। লেখার আগামাথা কিছুই বুঝতাম না, বোঝার চেষ্টাও করতাম না। লিখতে পারার আনন্দটাই আমাকে বিমোহিত করতো। নিজেকে মুগ্ধ করার প্রতিভাটাও আমাকে মুগ্ধ করত। এই মুগ্ধতার কারণেই ব্লগার হবার ইচ্ছাটা হয়। জানতে ইচ্ছা করে আমার ধ্যানধারণার সাথে কতজন মানুষের মিল রয়েছে, কতজন মানুষের অমিল রয়েছে। অমিল থাকলে তার কারণ কি? বিচিত্র রং এর মানুষকে চিনতে ইচ্ছা করে, হোক না সেটা খুব অল্প। কিছু শিখলাম আর কিছু জানলাম আর নিজেকে জানালাম। মুগ্ধ হবার চেষ্টাটা নাহয় করেই ফেলি। দেখা যাবে কি হয়? শুরুটা তো হোক...
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৪