
তল্পিতল্পা গুছিয়ে পালাতে শুরু করেছে হায়নার পাল!

দেশের সর্ব স্তরের মানুষ আবারও দীপ্ত কণ্ঠে প্রতিবাদ শুরু করেছে। দেশের প্রতিটি রাজপথ, বাসাবাড়ি প্রকম্পিত হচ্ছে সত্যের স্লোগানে!

শেষ পর্যন্ত সত্যকে ধামাচাপা দেয়ার জন্য একজন কিশোরকে বলির পাঁঠা বানালো হায়নার পাল গুলো।

সংগ্রাম চলছে; সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে!

রক্তে আগুন লেগেছে, এই আগুন সহজে নেভার নয়।

আমাদের শোকের রঙ লাল! আমাদের প্রতিবাদের রং লাল!

হায়নার পাল নিজেদের ভেতর কামরাকামরী শুরু করে দিয়েছে।

মায়ের জাতকে ওরা চিনতে ভুল করেছে! হায়নার পালের সামনে একাই এক অগ্নিকন্যা।

সব কিছুর মাশুল নেয়া হবে!

এখনও থামেনি হায়নাগুলোর নির্মম অত্যাচার।

ভাতের হোটেলের প্রধান গোয়েন্দা বদলি!

সত্যের কাছে মাথা নয়াতে হবেই!

শিল্পীরাও রাজপথে নেমেছে!


স্বৈরাচারে পতন হবেই!
নিউজ গুলোর লিঙ্ক গুগল বা ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে, (যদি শরিয়ে নেয়া না হয়)।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




