তুমি আর একবার উঠে দাঁড়াও
হাতে হাত তো রাখো,
ঠোঁটে ঠোঁট নাইবা রাখলে
চোখে চোখ তো রাখো।
তুমি যে এখনো ফুরিয়ে যাওনি
সব ভুলে আর একবার নতুন করে বাঁচো।
যৌনতার স্বাদ নাইবা পেলে
আর একবার ভালোবেসে তো দেখো।
নিজের মাঝে নিজেকে না মেরে
যে কটা দিন আছে নিজের মতো বাঁচো,
তোমার একাকীত্বে...
কেউ জিজ্ঞাসাও করেনি
তুমি কেমন আচ্ছো?
তাই এতোকিছু না ভেবে
আর একবার উঠে দাঁড়াও...
একাকীত্ব ছেড়ে ..
নিজের মতো করে রুখে দাঁড়াও।
সব ভুলে একাকীত্ব ছেড়ে
আর একবার বেঁচে তো দেখাও।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


