সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৬ রাত ৮:০৬
কেন ভালবাসি তোমায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হঠাৎ করে আমার জীবনে আসলে তুমি কেন, কি কারণে ভালবাসি তোমায় কেন ভুলতে পারি না তোমাকে, কেন ছুটে যাই তোমার কাছে বারবার সে প্রশ্নের উত্তর খুঝে আমি পাই না। গভীর রাতে শুধু তোমাকে নিয়ে ভাবতে ইচ্ছা করে, তোমার কথা শুধু মনে পড়ে। যেদিন তোমাকে দেখিছি এক নজর সেদিন থেকে আমার বর্তমান ভবিষৎ তোমার নামে করেছি। মানুষ কখন কিভাবে স্বপ্ন দেখে তা মানুষ নিজেও জানে ন্ াকল্পনায় নয়, বাস্তবে আমি পেতে চাই তোমাকে। আমার ভালবাসা যদি তোমা জীবনের জন্য কষ্টকর হয়। তাহলে পাহাড় সমান কষ্ট নিয়েও আমার মরতে আপত্তি নেই। আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। তোমার কাছ থেকে অনেক দুরে সরে যেতেও আমার আপত্তি নেই। তোমাকে তুমি একবার প্রশ্ন করো তুমি কি আমকে সত্যিই ভালবাস না। সষ্টার কাছে আমার শুধু একটাই চাওয়া। আর আমি জানি স্রষ্টা যদি আামর অংশ নিয়ে তোমাকে গঠন করে তাহলে আমি অবশ্যই তোমাকে পা। তোমাকে নিয়ে যখন চিন্তা করি তখন নিজকে গর্বিত মনে করি। তোমার চোখ, চুল দু্থটোই যেন স্রষ্টার নিজের হাতে গড়া। রাত প্রচন্ড সবাই ঘুমের কোলে আছন্দ নিদ্রাই যখন সব মানুষের একমাত্র সঙ্গি, তখন আমার চোখে ঘুম নেই। আমি ভাবছি তোমার কথা। তুমি যেন আমার পাশে বসে আছো। কিন্তু হাত বাড়িয়ে তোমাকে ছুতে পারছি না। ছুতে চাইলেই তুমি দুরে চলে যাচ্ছে। মনে হছ্চে আমি যেন ব্যর্থ প্রেমিক। চলার পথে জীবনে ঘটে যাওয়া প্রতিটি মুর্হর্তই প্রেম। নারী এবং পুরুষের জীবনে হঠাৎ করেই প্রেম আসে। আমার জীবনে যেমন তুমি। তোমার জন্য আমি আমাকে হারাতে পারি। আমার অনুভূতিতে তুমি সর্বদাই থাকবে। তোমার কোকিলা কন্ঠের মিষ্টি সুর আর হাসি আমাকে করে দিওয়ানা। তোমার কন্ঠের শব্দে স্পন্দিত হয় আমার সমস্ত নার্ভস সিস্টেম। এখন কি তুমি আমাকে নিয়ে ভাবছো নাকি তোমার ভাবনায় অন্য কেউ। তোমাকে পাবার জন্য আমার ছুটে যাওয়া। আমার চিন্তা শুধুই তুমি। রাত বেড়ে চলেছে আর লিখতে পারছি না.
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
এমন রাজনীতি কে কবে দেখেছে?

জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।
এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন
প্রবাসীর মৃত্যু ও গ্রাম্য মানুষের বুদ্ধি!

একজন গ্রামের মানুষের মাথায় ১০০ জন সায়েন্টিস্ট, ৫০ জন ফিলোসফার, ১০ জন রাজনীতিবিদ এবং ৫ জন ব্লগারের সমপরিমাণ জ্ঞানবুদ্ধি থাকে, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এসব লোকজন বাংলাদেশের এক একটি সম্পদ।
বিস্তারিত:... ...বাকিটুকু পড়ুন
একজন নারী শিক্ষিকা কীভাবে কন্যা শিশুর সবচেয়ে অসহায় মুহূর্তের ভিডিও ধারণ করতে পারেন?

বাংলাদেশে মাঝে মাঝে এমন সব মানুষ রূপী শয়তানের সন্ধান মেলে যাদের দেখে আসল শয়তানেরও নিজের উপর হতাশ হওয়ার কথা। এমন সব প্রজাতির মানুষ বাংলাদেশে বসবাস করেন যাদের মস্তিষ্ক খুলে দেখার... ...বাকিটুকু পড়ুন
=মানুষ মানুষকে কীভাবে এত অপদস্ত করে এই ব্লগে=
আমি তো কারও সাতেও নাই পাঁচেও নাই। এত সময়ও নাই মানুষকে ঘাঁটার। ব্লগের ব্লগারদের সম্পর্কেও তেমন কিছু জানি না। তবে পোস্ট পড়ে কিছুটা আন্দাজ করা যায় -কে কী রকম। আমি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।