অথৈ তুমি কি জলে
ভেসে আসা পদ্মফুল ?
নাকি কি গোলাপের সুবাস
নাকি কি, কোনো ছলনাময়ী নারীর
শ্যামাসংগী নারীবেশে রাক্ষসী
অট্টহাসির যন্ত্রনা,
কান্না মাখা বেদনা, ছুঁয়ে যাক ।
তোমার মনের গহীনে
কার বসবাস,কোনো অতৃপ্ত আত্মা
যে রূপ তোমাকে দান করেছে
তোমাকে করেছে দান
মূর্ছনা মাধুর্য এবং তোমার সরলতা
আমাকে করেছে ব্যাকুল
ওগো অভিশপ্ত নারী
ফিরে যাও ফিরে যাও
থাকো পড়ে অচিন মায়াজালে ।

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


