
ভিক্ষাগ্রস্ত হাত কেড়েছে মানুষের নজর
বন্দীশালায় নিপীড়িত নির্যাতিত মানুষ
করছে করুণ আর্তনাদ
হারিয়েছে কত শত প্রাণ
আজও অজানা তাদেরই নাম ।
ঝরে পড়ছে অচিরে অন্ধকার জগতে
হে সৃষ্টিকর্তা
কি মরণ দশা !
দেখ,তোমার সৃষ্টির করুণ চিত্র
আর কত আর কত ? সইতে হবে
যন্ত্রনা গুঞ্জনা
নিপাত যাক নিপাত যাক ।
অশ্রু হলো সান্তনা
কেবল শুধুই লাঞ্ছনা
ভিক্ষা দাও এক টুকরো শান্তি
অচিরে ধ্বংস হোক বন্দীশালা ।
ছবি:গুগল থেকে
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


