হোক না কিছু ভালোবাসা পথের সাথে
না হয় হোক অযত্নে জন্মা কিছু ঘাঁসের সাথে
অথবা অযত্নে পড়ে থাকা ডেইজির সাথে।
তুমি কি সত্যিই রাগ করবে?
জানি করবেনা। কথা দিয়েছিলে গোলাপের ১৩ টি পাঁপড়ি ছুয়ে
কিংবা ১৭টি জোঁনাকির আভা গুনে।
মনে আছে তোমার?
কেমন হয় যদি ভালোবাসি বলি পথের নাম না জানা হলুদ ফুলটাকে
কিংবা ছুয়ে দেই দুরন্ত কোন সাদা প্রজাপতিকে
রাগ করবে না জানি
কথা তো দিয়েছিলে
বলেছিলে ২৩টি কদমের শপথ
মন আছে তোমার?
পথের বাঁকে ঐ ঘাসের বুকে যদি কিছুক্ষন শুয়ে থাকি
যদি বুকে জড়িয়ে ধরি কিছু ঘাসফুল
রাগ করবে? সত্যি করে বলতো
আমি জানি রাগ করবে না।
পুরো ১১৩টি ঘাসফুল দিয়ে রাগ ভাঙনো
ভুলোনি নিশ্চই?
আচ্ছা যদি ঘাস ফড়িংয়ের সাথে ছেলেমানুষি করি
কিংবা হঠাৎ খপ করে আমার হাত মুঠ করে
তোমার সামনে এনে বলি কোনটা নেবো
তুমি কি আগের মতোই বলবে ডান হাত?
আর আমি হাসি দিয়ে বলবো এক মিনিট চোখ বন্ধ করো
ডান হাত ভরে আমার ভালোবাসা নিয়ে বলবো চোখ খুলো
আমি দেখবো তোমার আনন্দ, তোমার ছেলেমানুষি
সত্যিই কি তুমি এখনোও ডান হাত বলবে?
আচ্ছা আমি যদি আজও আমার পকেটে পাথর ভরে তোমাকে বলি দেখো আমি কতো ধনী
তুমি কি এখনোও হেঁসে বলবে
তোমার ধনীর হিসাব আমি জানি?
পুরো ৭টা পাথর আজও পকেটে ভরে নিয়েছি।
তুমি কোথায়.. আমার পাশে বসবে না?
হাঁসবে না আমার পাগলামী দেখে?
রাগ করবে না আমার ছেলেমানুষিতে?
আমি কি একাই থাকবো এমন জনমভর?
সবাই কে আজও এই প্রশ্ন করে যাই ঘুরেফিরে
জানো উত্তরটা কি? - নিশ্চুপ, নিরুত্তর জীবন আমার।
ভালো থেকো অপর পাশের ভুবনময়ী আমার
ভালো থেকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




