চাইনা ধোকাবাজ কামুক পশ্চিমাদের ধর্মনিরোপেক্ষতাবাদ !
পশ্চিমাদের ধর্মনিরপেক্ষতাবাদের নমুনা।
ধর্মনিরপেক্ষ হওয়া সত্ত্বেও ওরা পৃথিবীর সেরা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে।
একজন দেশপ্রেমিক মুসলিম হিসেবে চাই, ১০০ বার চাই ------------
মহম্মদ (স) এর ধর্মনিরোপেক্ষতা,
খলিফা হারুণ অর রশিদের ধর্মনিরোপেক্ষতা.
চাই ওমরের ধর্মনিরোপেক্ষতা।
যেখানে সকল ধর্মের নাগরিক ছিল নিরাপদ।
যাদের রাস্ট্রের সর্বময় ক্ষমতার উৎস ছিল আল্লাহ।
মানদন্ড ছিল কুরআন ও হাদিস।
চাই না, কখ্খনো চাইবো না ----------
পশ্চিমা আদলের ধর্মনিরোপেক্ষতাবাদ।
অবশ্যই মুসলমান হিসেবে আমরা আমাদের শাসন ব্যবস্থার আদর্শে উদ্ভাসিত হবো।
অবশ্যই আমাদের এখানে সমস্ত বিধর্মীগণ নিরাপদ।
তারা প্রত্যেকে আমাদের কাছে পবিত্র আমানত।
আমার আত্মার আত্মীয়।
আমি জানি মুসলিম হিসেবে কিভাবে আমানত রক্ষা করতে হয়।
আসুন কন্ঠকে প্রসারিত করি, উদার হই, শান্তি ও সংহতির পথে চলি
************************************
সংবিধান পরিবর্তনের কথা না বলে মানসিকতা পবির্তন করুন
এটাই জাতির জন্য মঙ্গলকর
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




