
http://www.sadasidhekotha.com এই সাইটে আপনি মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা কলামগুলো সরাসরি পড়তে পারেন, স্যারের নিজের হাতের লেখায় ! পিডিএফ আকারে সেভ করারও ব্যাবস্থা আছে।
আমার কাছে এটার সবচেয়ে বড় ভাল দিক হচ্ছে এখন থেকে থেকে আমরা সরাসরি স্যারের মাতামত পড়তে পারব, কোন পত্রিকার সেন্সরড ভার্শনটা না।
আর খারাপ দিকটা হচ্ছে স্যারের হাতের লেখা বেশি সুবিধার না, পড়তে বেশ কষ্ট হয়
আরেকটা ব্যাপার হচ্ছে সাইটটা লোড হতে অনেক সময় লাগে।
আমি জানি না স্যার সামুতে ঢোকেন কিনা, স্যার যদি এই লেখাটা পড়েন, লেখার পাশাপাশি মাঝে মাঝে কিছু কার্টুনও আপলোড দেয়ার অনুরোধ রইলো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




