কিন্তু............. যখন কোন আপনজন হারানোর অপ্রত্যাশিত আশংকা সামনে এসে দাঁড়ায়, পৃথিবীটা অন্ধকার হয়ে আসে, সময় যেন থমকে যায়। সংগ্রামী মমতাময়ী মা, নাহিদার মতো বোন..... আমরা কি পারব অশ্রুজলে ভেসে তাদের চলে যাওয়া দেখতে????????????? যেভাবেই পারি তাদের ধরে রাখতেই হবে। নাহলে যে আমরা হেরে যাব.. কিন্তু আমরা তো হারতে শিখিনি।
সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






