
শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক (বাংলার বাঘ) ১৮৭৩ সালের এই দিনে বরিশালের বাকেরগন্জ এ তিনি জন্মগ্রহণ করেন। ।তিনি ছিলেন পুরোদস্তুর একজন বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শের-এ-বাংলা (বাংলার বাঘ) এবং 'হক সাহেব' নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিস্তান করেছেন তার মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫),
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭ - ১৯৪৩),
পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪)
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫)
পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬ - ১৯৫৮) ছিলেন।
যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম।
আজ এ মহান নেতার ১৪৪ তম জন্মদিন।
শ্রদ্বাভরে স্মরণ করছি এ মহান নেতাকে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



