১৮৭৬ সাল। ইউ.এস. আর্মির সৈনিক জোনাহ এর জেনারেল টার্নবুল ন্যায় অন্যায়ের সীমানা ভুইলা নিরীহ লোক হত্যায় মাইতা উঠলো। জোনাহ বিদ্রোহ করায় তার ফুল ফ্যামিলীরে মাইরা ওরেও মৃত্যুর মুখে ঠেইলা দেয়া হয়। রেড ইন্ডিয়ানদের সাহায্যে নিশ্চিত মৃত্যুর মুখ থিকা ফিরা আসে সে। আরও অর্জন করে মৃত লোকের সাথে কথা বলার অলৌকিক ক্ষমতা।
ঐদিকে শহরের বিখ্যাত পতিতালয়ের নামকরা হোর মেগান ফক্স।
ঐদিকে টার্নবুল আমেরিকান গভর্নমেন্টের একটা টপ সিক্রেট উইপন চুরি করতে সক্ষম হয়। প্রচন্ড শক্তিশালী এই বোমা একটা আস্ত কন্টিনেন্ট ধ্বংস কইরা দিতে পারে। প্রথমে কিছু সাধারন নিষ্ক্রিয় গোলা ছোড়া হয়, তারপর ছোঁড়া হয় ডেটোনেটর বোমা যা আগেরগুলা সহ প্রচন্ড শক্তিতে বিস্ফোরিত হয়। টার্নবুল প্লান করে ইনডিপেন্স ডেতে পুরা ওয়াশিংটনরে উড়ায়া দিবে। স্বয়ং প্রেসিডেন্টের আদেশে জোনাহ তার পুরান শত্রু টার্নবুলের পিছনে ধাওয়া করে। তারপর শুরু হয় হেভী একশন।
অ্যাকশনপ্রিয় দর্শকদের ছবিটা অবশ্যই ভালো লাগবে।সাথে বোনাস হিসেবে আছে মেগান।
ডাউনলোডান এইখান থিকা।
আমার রেটিং হবে ৬/১০।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




