মাইনুল সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর তথ্যসূত্র সহ ব্লগে প্রকাশ করেছে। আর তাৎক্ষণিকভাবে সা.ইনের চিহ্নিত কিছু গালিবাজ, তথাকথিত স্বঘোষিত কিছু স্বাধীনতার ধারক ও রক্ষক তাঁর ব্যান দাবী করে চিৎকার জুড়ে দিল। অমনি আপনারা তাদের সন্তুষ্টিকল্পে মাইনুলকে ব্যান করেছেন। এই যদি হয় কর্তৃপক্ষের ব্লগ পরিচালনার একচোখা নীতি, তাহলে সা.ইন অচিরেই একাধিক নিকধারী হাতে গোনা কয়জনের লিমিটেড কোম্পানীতে পরিণত হবে।
কর্তৃপক্ষ ঐ চিহ্নিতদের গালিবাজির নমুনা দেখতে চাইলে এ লেখা প্রকাশের পর এটিতে কমেন্টগুলো পড়বেন। তাতে অপ্রত্যাশিতভাবে আপনাদের টনক হয়তো নড়তেও পারে।
সর্বশেষ কথা, মাইনুলের অযৌক্তিক ব্যানের অবসান দাবী করছি।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৮ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




