আমি তখন খুব ছোট! এক ভদ্রলোক বলেছিলেন, "বঙ্গবন্ধু মরে নাই, মরতে পারে না, সে আবার ফিরে আসবে।" আজ এতদিন পরে মনে হয় বঙ্গবন্ধু বুঝি ফিরে এসেছে। আমি নুরুল হক নুরে'র মধ্যে বঙ্গবন্ধুর ছায়া দেখতে পাই। মনে হয় সেই চমক, সেই আপোষহীন প্রতিবাদী কন্ঠ, সেই আত্মবিশ্বাস, সেই এক সুতায় গোটা জাতীকে বন্ধন, সেই বিজয়ীর বেশে ফিরে আসা।
নুর যেন গোটা জাতীকে জাগিয়ে দিয়েছে। তার তেজ দীপ্ত কন্ঠস্বর আমাকে বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেয়। মনেহয় বঙ্গবন্ধুর আওয়ামীলীগ যেভাবে পাকিস্তানের অন্যায় অত্যাচার থেকে জাতীকে মুক্ত করেছিল নুর তেমনিভাবেই জাতীকে আবার শৃঙ্খল মুক্ত করবে। তবে আফসোস এবারের সংগ্রাম বাইরের কারো সাথে না, শত্রু এবার দেশের ভিতরেই। আর সে শত্রু স্বয়ং আওয়ামীলীগ!!!