কানাডায় বাচ্চাদের লেখাপড়ার ধরন যা দেখলাম তা থেকেই বুঝলাম কেন কানাডার শিক্ষার মান এত উপরে আর বাংলাদেশেরটা এত তলানিতে! এখানে একটা পর্যায় পর্যন্ত কোন পরীক্ষা নাই, কোন প্রতিযোগিতা নাই, কারো সাথে কারো তুলনা নাই! বাচ্চাদের খেলতে খেলতে শিখানো হচ্ছে, বইয়ের চাইতে বাইরের জিনিশ বেশি শিখানো হচ্ছে যেগুলো স্কুলের পরেই তাদের কাজে লাগতে পারে, ভুল বানানে হলেও তাদের লিখতে উৎসাহিত করা হচ্ছে যাতে লেখার অভ্যাস গড়ে ওঠে! প্রচুর সাধারণ জ্ঞান দেয়া হচ্ছে, টিচার এবং স্টুডেন্টদের সামনে কিছু একটা প্রেজেন্ট করতে দেয়া হচ্ছে এমন কি গ্রেড ওয়ানের বাচ্চাদেরও যাতে তারা কখনোই নিজেকে প্রেজেন্ট করতে ভয় না পায়! গ্রেড ওয়ান-টু থেকেই নিজে নিজে প্রোজেক্ট তৈরি করে প্রেজেন্ট করতে হচ্ছে, স্টেজে গান গাইছে, নাচছে, রাইম বলছে এমনকি অভিনয়ও করছে এইসব ছোট বাচ্চারা!
আর আমাদের দেশের মায়েরা করছে অসুস্থ প্রতিযোগিতা, এক মা আরেক মায়ের সাথে, এক মা অন্য মাকে শুনিয়ে শুনিয়ে বলছে "আমার ছেলেত চাঁদে অবতরণ করেছে, আপনারটা কি চাঁদে নাকি ছাদে?" একথা শুনে অন্য মা বাসায় এসে ছেলের উপরে চালাচ্ছেন রোলার কোষ্টার! এ যেন "পাটা-পুতার ঘষাঘষি মরিচের জীবন শেষ!" আসলে অশিক্ষিত হলে যা হয়! যেখানে মা ই অশিক্ষিত সেখানে বলার আর কিই বা আছে! একজন শিক্ষিত মা = একটি শিক্ষিত জাতি! শিক্ষার ক্রিড়ানকদের বোধহয় ভাবার সময় এসেছে! অলরেডি অনেক দেরি হয়ে গেছে! আরো দেরি হলে কিন্তু শুধু জাতীই থাকবে, শিক্ষা থাকবে না!!!
কারো কানে কি পৌছালো???
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৯ রাত ৮:০৯