ধরেন আপনার টিমে ব্যাটসম্যান, বোলার আর অলরাউন্ডার মিলে ১১ জন ভালো খেলোয়াড় আছে কিন্তু একজন ভালো ক্যাপ্টেন নেই! প্রতি ম্যাচে আপনার দল ৩০০-৩২০ রান করে এবং ছোট দলগুলোর সাথে জিতেও যান! কিন্তু বড় দলগুলোর সাথে কি করবেন? কখন কাকে দিয়ে বল করাতে হবে, ফিল্ডার কিভাবে সাজাতে হবে, কখন অ্যাটাক করতে হবে কিংবা কখন ডিফেন্স করতে হবে, কখন ট্রিক করে প্রতিপক্ষকে বোকা বানাতে হবে বোঝেন না! তখন কি হবে? হারবেন, তাই না?
তাহলে আপনার দলটা কেমন হওয়া উচিৎ? দলে ১ জন ক্যাপ্টেন অ্যাড করা উচিৎ! তাই ত? মানে ১০ জন ভালো খেলোয়াড় + ১ জন ভালো ক্যাপ্টেন!
আমাদের সেই ভালো ক্যাপ্টেন হচ্ছে মাশরাফি বিন মুর্তজা! যদি মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে কারো কোন ডাউট থাকে তাহলে বলতে বাধ্য হচ্ছি, সে ক্রিকেট খেলাই বোঝে না! তার ফুটবল নিয়েই মেতে থাকা উচিৎ!
আশাকরি, মাশরাফির সমালোচনা করা থেকে বিরত থাকবেন! একমাত্র মাশরাফিই গোটা দুনিয়ার সামনে ভারতের দিকে আঙ্গুল তুলে বলতে পেরেছিল, "ধরে দিবানি"! আর কারো সাহস হয়নি সে কথা বলার, আজও! তার মত লেজেন্ড বাংলাদেশে জন্ম নিয়েছে এটা আমাদের অনেক বড় ভাগ্য! জীবিত অবস্থায় যদি একজন লেজেন্ডকে দেখতে চান তাহলে মাশরাফিকে দেখেন! অকৃতজ্ঞ হয়ে নিজেকে মির জাফরের কাতারে ফেলবেন না!!!!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৯ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


