চড়ুইপাখিটা খুব ডানা ঝাপাচ্ছিল
আমি চোখ বুঝতেই ওর ছোট্ট ছানাটার চিউ চিউ ডাক শুনতে পেলাম
কিছুটা ভয় কিংবা আতংক
আর কিছুটা অস্থিরতা!
আমার ছেলেটিও একদিন এমনি করে চিউ চিউ স্বরে ডাকত
ভয়ে, আতংকে অথবা অস্থিরতায়!
আমি আমার ছেলেকে ভালোবাসি
আমি আমাকে ভালোবাসি
হয়ত ভালোবাসি ছোট্ট চড়ুইছানাটাকেও
শুধু ভালোবাসিনা, চড়ুইপাখিটাকে!
আজ যে আমার নেশা চেঁপেছে
ভিষন
শিকারের নেশা!!!!
উৎসর্গ: সকল শিকারিদের যারা অসংক্ষ মানুষকে সারা পৃথিবীতে পাখির মত শিকার করছে!