সুন্দরী তোর চোখের কাজলে
আর বাসন্তী রঙ শাড়ীর আঁচলে
আর মেহেদী রাঙা হাতের কাঁকনে
আর রুমঝুম ঝুম পায়ের নুপুরে
আর দীঘল চুলের খোঁপার ফুলে
আর পদ্মপাতা ঐ কানের দুলে
আর ঢেউ খেলা ঐ বুকের চাদরে
আর লাল ঠোঁটের চুমুর আদরে
আর ছোট্ট তোর নদীর গভীরে
আর পাহাড়ি ঐ বাঁকের ভিতরে
আর চঞ্চল পানকৌড়ির ডুব সাতারে
আর বৃষ্টি ঝর ঝর লোহার পাঁজরে
আর ভেসে যাওয়া জোছনার শরীরে
আর ছোঁয়াছুঁয়ি মায়া জড়িয়ে ধরে
আর কুসুম কুসুম ওম নিশ্বাসে
আর জনম জনম অপার বিশ্বাসে
ভালোবাসাবাসি
কাছে আসাআসি
গায়ে মাখামাখি
চুপ চোখাচোখি
লাজ মিছামিছি
খুব কাছাকাছি
মৃদু হাসাহাসি
আরো ভালোবাসি
খুব ভালোবাসি
শুধু ভালোবাসি
তোকে ভালোবাসি
বেশি ভালোবাসি!!!