এবার শীতের ছুটিতে অনেক ঘুরাঘুরি হলো। স্যান ডিয়েগোতে ছিলাম দুই দিন। এরপর সেখান থেকে এক দিনের জন্য লস এন্জেলেস যাওয়া। সেখানে তোলা কিছু ছবি নিচে দিলাম।

Madame Tussauds wax museum, Los Angeles, California

Malibu Beach, LA

Griffith Park, LA

Griffith Observatory, LA

On our way to LA

Hollywood walk of fame, LA


Malibu Beach

Hollywood walk of fame, LA

Downtown, San Diego

Downtown, LA

Guatita: Ecuadorian tripe stew, LA

Griffith Park, LA

Black's Beach, San Diego

Hollywood walk of fame, LA


Madame Tussauds wax museum, Los Angeles, California


University of California, San Diego
বাকি ছবিগুলো পরের পোস্টের জন্যে তোলা থাকলো। অনেক ভালো লাগলো ট্রিপে। অচেনা অজানা শহরে হঠাত করে দেশের মানুষের সাথে দেখাও হয়ে গিয়েছিলো রাস্তা পার হবার সময়। সময়ের অভাবে লস এন্জেলের লিটল বাংলাদেশে যাওয়া হয়নি। তবে বাংলাদেশের এডুকেশন ইউএসের এডভাইসরের বাসার অথীতেয়তা পাবার সৌভাগ্য হয়েছে। এতোটা ভালো লেগেছে যে বহুদিন পর মনে হয়েছে নিজ দেশে ফিরে গিয়েছি। দেশের সবার জন্যে রইলো নতুন বছরের শুভেচ্ছা আর নিরাপদে থাকবার শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




