আজকের এই পোস্টটা একটা সুখবর পোস্ট । আসছে বইমেলা২০২১ সামনে রেখে আমার ভাপু, আপনাদের প্রিয় ব্লগার মলাসইলমুইনা-র দুটো বই প্রকাশিত হয়েছে বিজয়ের মাসের এই সপ্তাহেই। বই দুটো প্রকাশনার খবরে আমি অনেক খুশী হয়েছি কারন এই বই দু'টোর একটা বই নিয়ে ভাপুর সাথে আমার প্রায় দুই বছর ধরে কথা হচ্ছে। যাক অবশেষে ভাপুর বইটা প্রকাশিত হল ।
যদিও আমি বইটার হার্ড কপি এখনো হাতে পাইনি তবে পুরোটাই পড়ে শেষ করেছি ! এটা একটা ধাঁধা হাহাহা ---- ।কেমন করে তাহলে পড়লাম ? ভাপু আমাকে বইয়ের পান্ডুলিপির একটা সফ্টকপি দিয়েছিল তাই পুরো বইটা পড়ার সুযোগ পেয়েছি। এই লেখাটা বইটার একটা রিভিউ হবে সেটাই ভেবেছিলাম যদিও আমি কখনো কোন বইয়ের রিভিউ করি নাই। বই রিভিউ করার ইচ্ছে থাকলেও এই পোস্ট যে সেরকম হলো না তার কারণ এই বইয়ের কিছু টপিক সম্পর্কে আমার পড়াশুনা তেমন বেশি না । আমি আশা করবো আমাদের ব্লগের কোন ব্লগার বইটা পড়ে কখনো আরো ভালো একটা রিভিউ করবেন ।আমার লেখাটা বই পরিচিতি ধরনের হয়ে গেল। যাহোক, বই সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো জানাচ্ছি :
বইয়ের নাম : অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস
লেখক : ড. খন্দকার নাইমুল ইসলাম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা, হাদিস বিষয়কআলোচনা
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার
আইএসবিএন : 978-984-94258-8-5
মূল্য- ২২৫ টাকা (রকমারিতে এখন ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে )
“অলৌকিক কোরআন ও বিস্ময়কর হাদীস“ বইটিতে মোট দশটি আলাদা আলাদা প্রবন্ধ আছে I এগুলোর মধ্যে খুবসম্ভবত একটা প্রবন্ধই শুধু ব্লগে পোষ্ট করেছিলেন ভাপু Iসেটা ব্লগেঅনেকেই পড়েছেন আর অনেক আলোচিতও হয়েছিল(কিছুটাপরিমার্জন আর পরিবর্ধন করা হয়েছে বইয়ের জন্য)। বইটাতে উনি কোরআনের কিছু বক্তব্য (কুরআনের আয়াতের ভাষ্য) ও প্রায় দেড়হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত কিছু হাদীসকে আধুনিক বৈজ্ঞানিক তথ্য,তত্ত্ব ও আবিস্কারের ভিত্তিতে বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে খুবই সহজ ভাবে পাঠকদের জন্য তুলে ধরেছেন যা প্রতিটা পাঠক মনকে বাধ্য করবে কোরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস নিয়ে ভাবতে।
যে দশটি প্রবন্ধবইটিতে আছে :
১: আল্লাহকে আমরা কেন দেখি না ?আল কোরআনের ভাষ্যও “ জু “ ( zoo ) হাইপোথেসিস।
২: পৃথিবীর ভুতাত্বিক গঠন ও জনবসতি, আধুনিক বিজ্ঞানএবং একটা বিস্ময়কর হাদীস।
৩ : মানুষের নিখুঁত ও ভারসাম্যপূর্ণ আকৃতি সংক্রান্ত পবিত্র কুরআনের বক্তব্য এবং আধুনিক বিজ্ঞানের ভাষ্য ।
৪: রক্তাক্ত মুসলিম বিশ্ব : প্রায় দের হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা হাদিস আর বর্তমান পৃথিবীতে ঘটা তার কিছু নিদর্শন।
৫: হাশরের মাঠে আল্লাহ মানুষের পাপ - পূণ্যকে “মিজান”বা স্কেলে পরিমাপ সম্পর্কে কোরআনের ভাষ্য ও আধুনিক বায়োসেন্ট্রিজম তত্ত্ব ।
৬: সকালে পৃথিবীব্যাপী মিথ্যা ছড়িয়ে দেওয়া ব্যাক্তি , আধুনিক সোশ্যাল মিডিয়া এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্ময়কর হাদীস।
৭: পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুনের ১২-১৬আয়াতের বিস্ময়কর বাক্য বিন্যাস এবং আল কোরআনের ভাষা ও ব্যাকারণগত অলৌকিকত্ব।
৮: সর্বশেষ জান্নাতির গাছ থেকে পানিপানের ইচ্ছা , “অস্ট্রেলিয়ান“ “পেপারবার্ক ট্রি” এবং একটি বিস্ময়কর হাদীস।
৯: বিশ্বব্রক্ষান্ডের পরিসীমা সংক্রান্তে আধুনিক বিজ্ঞানের তথ্য এবং কোরআনের বিস্ময়কর ভাষ্য।
১০: নভোচারী স্কট কেলির মহাশূন্য অবস্থানকালীন শীরীরিক জিনগত পরিবর্তন কি কোরআনে বর্ণিত হযরত ঈসা (আ কে আকাশে উঠিয়ে নেওয়া ও পৃথিবীতে প্রত্যাবর্তনের ঘটনাকে বৈজ্ঞানিক ভাবে সমর্থন করলো ?
আল্লাহ কম বেশী জ্ঞান, বা মেধা আমাদের সবাইকেই দিয়েছেন । আল্লাহর দেয়া এই মেধা,জ্ঞান অনেকে সত্য অনুসন্ধানের জন্য ব্যায় করে আবার অনেকেই চিরন্তনসত্য কে মিথ্যা প্রমানের কাজেও ব্যায় করে । এই বইয়ের পিছনে ভাপু অনেক শ্রম, মেধা সময় ব্যায় করেছেন সেটাস্পষ্ট বোঝা যায় । আমি বইটা পরে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে বলতেই পারি এই বই পড়ে বিশ্বাসীদের বিস্বাস আরো দৃঢ় হবে ইমান হবে আরো মজবুত I আর যারা কোরআন হাদীস বিস্বাস করে না তারাও বইটা পড়লে তাদের মনকে একটু হলেও নাড়া দিবে। এটাই হবে ভাপুর সফলতা। তাই আমি এই বইটির বহুল প্রচার কামনা করছি ।
বইটি পাওয়া যাচ্ছে -- বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বুকস্টোর 'রকমারী
(https://rokomari.com/book)
এবং
(https://muslimvillagebd.com/)
সবশেষে ভাপুকে অনেক অনেক অভিনন্দন আমাদের মনে চিন্তার খোরাক, বিস্বাস আরো দৃঢ় হয় এ’রকম একটা বই উপহার দেওয়ার জন্য । এবং আল্লাহর কাছে কামনা করি ভাপুর সুস্থ্য শরীর ও দীর্ঘ জীবনের যাতে উনার কাছ থেকে এরকম আরো বই আমরা পেতে পারি। অন্য বইটা নিয়ে ভাপু আমাদের জানাবেন সেই প্রত্যাশা ভাপুর কাছে রইল ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৯