দেশে ন্যায় বিচার যে নেই, তা নতুন করে আর বলবার কিছু নেই। '৭১ এর পরে '২৪ গেল। এখন মনে হচ্ছে আম ছালা দুটো দেশবাসী খোয়ালো। আজ সকালে যে নিজউটা পড়ে মন ব্যাথায় কুকড়ে উঠল, সেটা হল একজন প্রমাণিত সরকারী পোষাক ধারী খুনি কে ঊচ্চ আদালত জামিন দিল।
বস্তুত: সেই কুলাঙ্গার এসআই আকবর নিকট ভবীষ্যতে বেকসুর খালাস পাবে, সাময়ীক বরখাস্ত হওয়া চাকরি ফিরে পাবে, টাকার পাহাড় গড়বে, হয়ে উঠবে ওসি প্রদীপ বা হারুন।
এসআই আকবর কে কেন ফাঁসি দেয়া হল না, আমি বুঝিনা। চোখের সামনে দোকান থেকে শতশত মানুষের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল। ১১ জন সাক্ষী দিল, পোস্ট মর্টেম রিপোর্টে নির্যাতনে মৃত্যু প্রমানিত হল, সিসি ক্যামেরায় সুস্থ্য মানুষকে ঢুকিয়ে মৃত মানুষ হিসেবে বের করা হল... আর কি প্রমান লাগে উচ্চ আদালতের? ছি ! ধিক্কার জানাই।
যে টুকু আশা ভরসা ছিল আদালত প্রাঙ্গনের উপর, পুলিশের পোষাকের উপর, সেটুকুও আজ গেল। মানুষ কম দু:খে আইন নিজের হাতে তুলে নেয় না। মব জাস্টিস এমনি এমনি বানের পানিতে ভেসে আসে না...

এই সেই সুদর্শন খুনী
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের জামিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



