
ইসরাইল এবার পবিত্র কোরআনের বেশ কয়টি কপি পুড়িয়ে দিয়েছে। আর মাত্র ১১০৯ টা মসজিদ মাটিতে গুড়িয়ে দিয়েছে। আপনাদের বিবেগ কই গেল হুজুর? নাকি নতুন নতুন বিয়ে/পরক্রিয়ায় ব্যস্ত?
দেশে কেউ ফেসবুকে কমেন্ট করলে রক্ত গরম হয়ে যায়, কোরআন বা মোহাম্মদ (সা.) কে অবমাননা করলে জ্বালাময়ী ভাসনে মাইকের আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। রাস্তায় রাস্তায় দেখা যায় মিছিলের অসীম লম্বা টুপি বাহিনী। বাংলার মাটিতে নরমের ওপর গরম হয়ে লাভ আছে ধর্ম ব্যবসায়ী ভাইগন, বলেন?
সামনে অবশ্য শীতকাল। ওয়াজ মাহফিলের মৌসুম। সামনের রোজা পর্যন্ত দিনে ২-৩টা করে ওয়াজের সিডিউল। এর ভেতরে আবার প্রেম পিরিতি, ইউটিউবিং, আবার সামনে ভোট। ইসরাইলের দিকে মানে কোরআন-ইসলাম এসবের দিকে তাকাবার টাইম কোথায়। আহা... !ভাবতেই ভাল লাগে।
সুবিধাবাদী ধর্ম ব্যাবসায়ী হুজুর ভাইগন, ইনশাল্লাহ আপনাদের ভেতরে অনেককেই জাহান্নামের আগুনের লাকড়ী হিসেবে দেখব...
পশ্চিম তীরে মসজিদে আগুন, পবিত্র কুরআন পুড়িয়ে দিল ইসরাইল
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


