
বাংলাদেশের টুপি বাহিনীর কিছু অংশ কাদিয়ানীদের (আহমদীয়া ) রাষ্ট্রীয় ভাবে অসুমলিম ঘোষনা চায়। মসজিদের শৌচাগারে RLF বদনা , ওযুর জায়গায় RLF ট্যাপ কল বয়কট করতে চায়। আবার বলছে, RLF বা প্রাণের সব পন্য বর্জন করা নাকি এখন ফরজে আকবর হয়ে গেছে।
আমি ঠিক বুজলাম না ক্যামনে ? RLF বা প্রাণ গ্রুপ যদি কাদিয়ানী অনুসারী হয়, তাহলে তাদের সেবা বা পন্যও কাদিয়ানী? সে জন্যে্ই বর্জন করতে হবে?
তাইলে তো যে ইন্টারনেট + ইউটিউব + ফেসবুক + সার্ভার ব্যবহার করে তারা (টুপি বাহিনী) প্রচার চালিয়ে যাচ্ছে সেটাও বর্জনীয়। কেননা এগুলো সবই ইয়াহুদীদের উদ্ভাবন বা পন্য বা শেয়ারে মালিক।
বুঝিনা এদের মাথায় কি গোবুরে পোকায় পরিপূর্ন? কাদিয়ানীদের (আহমদীয়া ) রাষ্ট্রীয় ভাবে অসুমলিম ঘোষনা করলে কি একটা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কি আসে যায়?
আমি যে পান্জাবী / জুব্বা পরি, তার দর্জি যদি কোন হিন্দু হয়/কাদিয়ানী হয়, তাহলে কি আমার নামাজ হবে না? আমি যে ভাত আলু খাই, সেটা যদি কোন অসুমলিম উৎপাদন করে, তাহলে কি আমার ইবাদত কবুল হবে না? আমি না খেয়ে শুটকি হয়ে যাব? আমি যদি মসজিদের টয়লেটে গিয়ে RLF বদনা না পেয়ে, সুচু না করে, পাছায় গু নিয়ে নামাযে দাঁড়াই তাহলে কি নামায কবুল হবে?
টুপি বহিনী যে আঁতর গায়ে মাখে, সেটা যদি কোন কাদিয়ানী বা অমুসলিম তৈরী করে, তাহলে কি সেটার ব্যবহার হারাম? তারা যে সাবান গায়ে মাখে, সেখানে শুকরের চর্বি থাকে, তাহলে কি তাদের গা নাপাক?
আমি বুঝি, আঙ্গুর থেকে মদ তৈরী হলে সেটা খাওয়া হারাম, কিন্তু আঙ্গুর খাওয়া হারাম নয়। দুনিয়ার ৯৫% মিঠা পানি কোন না কোন ভাবে ডাইনোসার খেয়ে হিসু করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে। তাইলে কি ডাইনোসারের হিসু আলা পানি দিয়ে ওযু করা হারাম?
ভাই আপনি কোন বিজ্ঞ মানুষ হয়ে থাকলে আমাকে একটু বুঝিয়ে দিয়ে যান। সব প্যাচ লেগে যাচ্ছে...
প্রাণ-আরএফএল বর্জন করা ফরজ! জাতীয় খতিব আব্দুল মালেকের প্রকাশ্য ফতোয়া ...
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


