
নিউজ চ্যানেল বা পত্রিকা খুললেই দেখা যায়, বিশিষ্টজনরা অমুক বলেছেন, তুমুক বলেছেন বা অমুক সরকারী সিদ্ধান্তে একমত নয়। উদাহরণ স্বরুপ সেদিন দেখলাম, ১০৭ জন বিশিষ্ট নাগরিক বন্দর ইজারার চুক্তি বাতিল চান। বাতিল চাওয়ার ওরা কে? ওরা কি জন- প্রতিনিধি? ওরা কি আমার আপনার আকঙ্খার প্রতিচ্ছবি?
এই ১০৭ জন কোন বালেশ্বর চিনলাম না, বুঝলামও না। কোথা থেকে এলো এরা? এরা কে? বিশিষ্ট নাগরিক হবার যোগ্যতা কি? রাষ্ট্রীয় যন্ত্রে হাত দেবার ওদের অধিকার কত টুকু?
আবার দেশের ইনফ্রাস্টার্কচারের কিছু হলে বা কোন বিজ্ঞানভিত্তিক ইস্যু মিডিয়ায় এলে শুনতে হয় বিশেষজ্ঞরা এটা বলেছেন, ওটা বলেছেন... হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা মুজিবের বেটিক সাদি করেঙ্গা... টাইপের কথা বার্তা।
ভাইরে ভাই... এই সর্বময় সর্ব বিষয়ে পারদর্শী, সর্ব জানতা বিশেষজ্ঞরা বাংলাদেশে বসে বসে কি করে? এরা NASA তে যায় না কেন? এরা কার কি তুলে বেড়ায় এই গরীব দেশে? যেখানে জাফর ইকবাল ভাত পায় না, সেখানে এরা কারা?
হাসিনা বুবু পালাইল, হাসিনার আমলের সেই বিশিষ্টজন আর বিশেষজ্ঞদের রেখে গেল কেন? সফুদার মত টাকা থাকলে এদেরকে ব্রাক্ষ্মনবাড়িয়ায় পাঠায়ে দিতাম। মাথার ঘেলু বের হয়ে গেলে হমায়েতপুরে।
তা না হলে, কারও কাছে ঐ সব ত্যানা চেড়া বিশিষ্টজন আর বিশেষজ্ঞদের লিস্ট থাকলে আমাকে দেন, উত্তর কোরিয়ায় ১ বছরের জন্যে পাঠায় দিতাম। পাছায় কত তেল, সব বের হয়ে যেত... যত্তসব। টকশো তে এই সব আবালদের আনা বন্ধ করেন তো... দেশের সম্পদ নষ্ট।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


