
এক গেবেষনায় দেখা গেছে, পুরুষরা গড়ে প্রতিদিন, ১৩ বার যৌন মিলনের কথা চিন্তা করেন, যা বছরে দাঁড়ায় ৪৭৪৫ বার। এর মধ্যে তিন ভাগের এক ভাগ সকালে ঘুম থেকে উঠেই যে বিষয়টা প্রথম চিন্তা করেন তা সেক্স। কিন্তু গড়ে সপ্তাহে ২বার ছেলেরা সেক্স করে থাকে যা বছরে হয়,১০৪ বার।
তুলনামূলক ভাবে একজন নারী প্রতিদিন ৫বার যৌন মিলনের কথা চিন্তা করেন, যা বছরে হয় ১৮২৫ বার।
৩০০০ লোকের উপর চালিত এক গবেষনায় দেখা যায়, যদিও সেক্সের চিন্তা এবং বাস্তবিক সেক্স করার মধ্যে বিশাল এক পার্থক্য আছে, ৭৫% ছেলে দাবী করেন তারা যৌনতার ব্যাপারে পুরোপুরি পরিতৃপ্ত। পক্ষান্তরে মাত্র ৫৮% মেয়ের মুখে এমন কথা শোনা যায়।
গবেষনায় আরো দেখা যায়, তিন জনের মধ্যে একজন ছেলে মনে করে ক্যান্ডেললাইট ডিনার, সফট ম্যাসেজ হচ্ছে মেয়েদের সেক্সুয়াল মুডে নিয়ে আসার বেস্ট ওয়ে।
কিন্তু মেয়েরা রোরান্টিক মিউজিক বা প্রিয় জনের পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর মাধ্যমে তাদের বিছানায় নিয়ে যেতে চেষ্টা করে।
বি.দ্র. - সামসুর লেইগা এই পোস্ট নিষিদ্ধ। কারন সামসু দিনেই ৫০০০ বার চিন্তা করে।
লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



