সেন্সরশিপের প্রতিবাদে সার্চ জায়ান্ট গুগল চীন থেকে ব্যবসা সরিয়ে আনার হুমকি দেয়ার কয়েক সপ্তাহ যেতে না যেতেই উদয় হয়েছে 'গুজি' নামের নতুন এক সার্চ ইঞ্জিনের; যা তৈরি হয়েছে পুরোপুরি গুগল চীন হোমপেজের আদলেই। খবর বিবিসি টেকনোলজির।
বিবিসি জানিয়েছে, গুগল নামের শেষ থেকে কেটে যোগ করা হয়েছে ললব, এর ফলে শব্দটি হয়েছে গুজি এবং এর অর্থ দাঁড়িয়েছে 'সিস্টার'। উল্লেখ্য, সিস্টার শব্দটি নেট দুনিয়ায় কোনো প্রতিষ্ঠানের ভিন্ন কোনো প্রকল্পকেই বুঝিয়ে থাকে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে যে, গুজি এখন পর্যন্ত চীন সরকারের নিয়মবিধি মেনেই সার্চ ফলাফল ফিল্টার করছে। এছাড়াও যারা ইতোমধ্যে সেবাটি ব্যবহার করতে শুরু করেছেন, তারাও এ নিয়ে বেশ সন্তুষ্টিই প্রকাশ করেছেন বলেই সংবাদমাধ্যমটি জানিয়েছে।
এ ব্যাপারে অবশ্য গুগলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকৃতিই জানিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




