মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সঙ্গে বিষন্নতা জড়িত, সম্প্রতি এমনটাই আবিষ্কার করেছেন একদল বৃটিশ সাইকোলজিস্ট। তাদের মতে, যারা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন, তারা তুলনামুলকভাবে বেশী বিষন্নতায় ভোগেন। অন্যদিকে যারা ইন্টারনেটে কম আসক্ত, তারা অপোকৃত কম সময় মনমরা হয়ে থাকেন। দ্যা গার্ডিয়ানের অনলাইন সংস্করণে গবেষণার এই ফলাফল বেরিয়েছে।
গার্ডিয়ান আরো জানিয়েছে, লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাইকোপ্যাথলজি জার্নালের জন্য একটি গবেষণা করেন। তারা দেখতে পেয়েছেন, যাদের মধ্যে ইন্টারনেটের প্রতি আসক্তি রয়েছে, তারা বিষন্ন বা মনমরা বেশি হয়ে থাকেন।
জানা গেছে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার এবং বিষন্নতার মধ্যে সম্পর্ক খুঁজতে ১ হাজার ৩১৯ জন বয়স্ক এবং অল্পবয়সীদের মাঝে প্রশ্নোত্তরভিত্তিক গবেষণা পরিচালনা করা হয়েছিলো। তাদের জিজ্ঞেস করা হয়েছে, কতোটা সময় ইন্টারনেটে ব্যয় করেছেন এবং সেই সময়টা কী কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন উপায়ে তারা কে কতণ বিষন্ন হয়ে থাকেন তাও যাচাই করে দেখা হয়।
লিডস বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ সাইকোলজিক্যাল সাইন্সেস থেকে প্রকাশিত গবেষণাপত্রে আরো বলা হয়েছে, যাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাদের মধ্যে মাত্র ১.৪ শতাংশ অর্থাৎ ১৮ জন ছিলেন ইন্টারনেটে আসক্ত।
এদিকে গবেষণাপত্রটির প্রধান লেখক ড. ক্যাটরিওনা মরিসন বলেছেন, ‘গবেষণায় আমরা দেখতে পেয়েছি, মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার অথবা ইন্টারনেটের প্রতি প্রবল আসক্তির সঙ্গে মনমরা ভাবের যোগ রয়েছে।’
তিনি আরো জানিয়েছেন, ‘তবে মানুষ বিষন্নতায় ভুগলেই মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করেন নাকি মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণেই অধিক বিষন্ন হয়ে পড়েন, তা আমরা এখনো বের করতে পারিনি।’ অর্থাৎ, বিষন্নতা এবং ইন্টারনেটে আসক্তির মধ্যে কোনটি প্রথমে আসে, তা গবেষকরা এখনো বের করতে পারেননি।’
উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের উপর বিষন্নতা এবং ইন্টারনেটে আসক্তির মধ্যে সম্পর্ক খুঁজতে এটিই প্রথম বড় আকারের গবেষণা। এর আগে এই ধরণের গবেষণা ছোটখাটো আকারে পরিচালিত হয়েছিলো পূর্ব এশীয় দেশসমূহে।
লিংক : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




