somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ ঠাকুরঃ শূন্য থেকে পূর্ণের যাত্রা

২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুরঃ শূন্য থেকে পূর্ণের যাত্রা
-খন্দকার শাহজাহান

ভাষা ! অদ্ভুত এক মায়াজালে বন্দী এ ভাষা। হায়রে ভাষা , বাংলাভাষা, হায় বাক্য, হায় শব্দ! কতোটা সীমিত যে, কতরকম বাঁধাবাঁধির মধ্যে থাকে- একটা অভিধানেই যার অর্থের সরলতা, তাতেই শুরু, তাতেই শেষ, একটা ঝঞ্ঝাটে ব্যাকরণেই যার নিয়ম কানুনের ফর্দ শেষ। তবুও অনন্ত আর অসীমের বাস তাতেই। আমি অনন্ত কি জানিনা, অসীম কি তাও জানিনা। জানার নয় বলেই জানিনা। কত হাজার পাখি আছে জানিনা, কত রঙের ফুল ফোটে জানিনা। জানিনা বলেই অনন্ত অসীম বলতে ভাল লাগে। জানার প্রতি ভালবাসা জন্মায়। দুচোখে স্বপ্ন মেখে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, অজানার পথে; যেখানে কিছুই জানিনা আমি, যে পথের অন্ত নেই। বৃক্ষের পর বৃক্ষ, তার পর মহাবৃক্ষ, শেষ হতে চায় না। অথচ ক্লান্তি নেই পথে। মহাবৃক্ষের ভেতর হতে বেরিয়ে যায় একের পর এক পাখি। সাদা পাখি, নীল পাখি, সবুজ পাখি। উড়ছে তো উড়ছেই। পশ্চিম আকাশে যেন তারা এক রংধনু এঁকে এর। স্বপ্নের মত লাগতে থাকে। স্বপ্নের শেষ নেই, পাখিরও শেষ নেই।
নেই রবীবাবুর গানেরও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোও ঠিক এমনই, একই পাখি হাজার রঙ এ রাঙ্গানো। দুহাজার পাখি লক্ষ লক্ষ হয়ে যাচ্ছে। সীমিত সংখ্যক গান হয়ে ওঠে লক্ষ লক্ষ চিন্তা চেতনার খোরাক। অন্যদিকে, এই লক্ষ লক্ষ পাখিরাই গোল হয়ে ঘুরছে, একটা কিছুকে কেন্দ্র করে। ঘুরতে ঘুরতে কেন্দ্রের কাছে চলে আসে, মিলে যায়। নিঃশেষ? নাহ্‌। তখনই যে পূর্ণতার স্বাদ। তাকে নাই বলি কিভাবে? আমার বলতে ইচ্ছে করে, “ভাষা দেখি তোমার কতটা সাধ্যি, কি আছে তোমার পেটিকায়! বুঝিয়ে দাও আমায় এই শূণ্যতার পূর্ণতাকে।“ আমি বলতে পারি না , কিন্তু রবীবাবু বলে ফেলেন, ‘শেষ নাহি যে, শেষ কথা কে বলবে।‘
শেষ নেই, কিন্তু শুরু তো আছে। সেই যে, ‘জল পড়ে, পাতা নড়ে’ দিয়ে। এরপর জল পড়িতেই থাকিল, পাতা নড়িতেই থাকিল, নিত্য নতুন পাখিরা আসিতেই থাকিল। ‘মধুরও, মধুরও ধ্বনি’ বাজতে লাগল, ‘ ‘শূন্যেরে পূর্ণ করি’ জীবনপাত্র উছলে উঠল, ‘প্রাণে খুশির তুফান’ উঠতেই লাগল। প্রাণ জেগে উঠল, স্পন্দন দেখা দিল অণু-পরমাণুতে । শিরশির করে বইতে লাগল পাতায় পাতায়, ঘাসে ঘাসে। ‘ভয়-ভাবনার বাধা’ সব গেল শূন্যে মিলিয়ে। আর সে কি শুধু প্রকৃতিতে? শুধুই কি ‘মধুময় পৃথিবীর ধূলি’ তে? না । তা ছড়িয়ে গেল মর্ত ছেড়ে ঊর্ধ্বাকাশে। মানুষে-মানুষে। তিনি পূর্ণপ্রাণে তাকান মানুষের দিকে, একটাই আকুতি ,’এ জীবন পূর্ণ কর,’ একটাই মিনতি, ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে, তারি মধু কেন মনমধুপে খাওয়াও না?’ একটাই ব্যাকুলতা, ‘তোমার ও অসীমে , প্রাণ মন লয়ে, যত দূরে আমি যাই, কোথাও মৃত্যু , কোথাও দুঃখ নাই।‘
রবীন্দ্রনাথ ঠাকুর শূন্যকে সারাজীবনে কখনোই প্রশ্রয় দেননি। কোন শূন্যতাকেই নয় বা হৃদয়-দুয়ার পার হয়ে নিজের হৃদয়-ভান্ডারের শূন্যতাকেও নয়। এক কথায় তিনি আধুনিক দার্শনিক, ভাষাতাত্বিক বা বিশ্লেষক, সাহিত্যসমালোচকদের কেউ নন। অস্তিবাদীরা যেখানে ‘অর্থহীনতা’ আর ‘নাথিংনেস’ কে প্রমাণ করতে ব্যাস্ত, সেখানে রবীবাবুর লক্ষ্য ছিল শুন্যতাকে কানায় কানায় অমরত্বের পূর্ণতায় পূর্ণ করা। জীবনে ‘পূর্ণতা’ কেই শেষ সত্য শুধু নয়, শেষ আশ্রয় নয়, একমাত্র অবলম্বন হিসেবে ধরেই পথ পাড়ি দিয়েছেন। এ পথ অনেক কন্টকাকীর্ন, অনেক বৈরী, অনেক বন্ধুর। পথ চলতে চলতে পদাঙ্কের দাগ হয় আরো গভীর, আরো দৃঢ়, স্থায়ী, স্থির। ছোটখাট তুচ্ছ কথার কথাতেও মজা করে বলেছেন, ‘প্রকৃতি শুন্যতা ঘৃণা করে- Nature averse vacuum.’
প্রাণ-মদিরা আর অপরাহ্নের রোদ বাতাস আলোকিত জীবন ও এক সময় ঢলে পড়ে আসন্ন-সায়াহ্নের অস্তরাগে। মৃত্যুই যে নশ্বর। হেই নশ্বরতা ভেঙে দেয় সকল অহমিকা , সকল অনুভূতির কঠিন দেয়াল। সকল বিশ্বাসের শেকড় উঁপড়ে বেরিয়ে আসে একমহাবৃক্ষের আঘাতজর্জর, যন্ত্রণাদীর্ণ, বিরুপ বিশ্বের মুখোমুখি-হওয়া, রুক্ষকঠিন আকশি-কাঁটায় পরিপূর্ণ দীর্ঘ জীবন পার করার মহাকাব্য। রবীঠাকুরের শেষ দিনগুলোর কবিতা মনে এক বিষাদের ছায়া ফেলে যায়, তাতে মধুরতার কমতি যেমন ধরা পড়ে তেমনি ধরা পড়ে জীবন নিয়ে পৌনঃপুনিক স্বীকৃতির কথা। খুব ছোট কবিতা, তবুও বহুলপঠ্য এ কবিতাটির চারটি পঙতি তুলে দেওয়াই যথেষ্টঃ
রুপ-নারাণের কূলে
জেগে উঠিলাম
জানিলাম এ জগত
স্বপ্ন নয়।
কে ঘুমিয়ে ছিলেন এতকাল? ছিলেন আন্তবিস্মৃত, বিবশ, শেষ-উপলব্ধিতে পৌঁছুতে না-পারা ঘুমে অচেতন হয়ে? লিখছেন যিনি কবিতা বলছেন যিনি এই কবিতা গোলমেলে, স্থির-অস্থির, স্বচ্ছ-অস্বচ্ছ চেতনার ভেতর থেকে তো তিনি রবীন্দ্রনাথই। বড়ো কঠিন হয়ে এল সত্য-
‘সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম-
সে কখনো করে না বঞ্চনা।'

লিখলেন প্রায় একই কথা শেষ কবিতাটিতেওঃ
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে
বিচিত্র ছলনাজালে
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।
এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত ;
তার তরে রাখনি গোপন রাত্রি...
আনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।

কিন্তুএই আশ্বাসটুকুও যেন ডুবে যায় তৃতীয় কবিতাটিতেঃ

প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
কে তুমি?
মেলে নি উত্তর।
বৎসর বৎসর চলে গেল।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়-
কে তুমি?
পেলনা উত্তর।


না আর কোন স্বান্তনা নেই, মায়া নে, শূন্যতা-পূর্ণতার বালাই নেই, শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই। শূন্যতার পূর্ণতায় অপূর্ণ রয়ে যায় মানস। জেগে থাকে মহাকাল। সোনার তরী নিয়ে কবি চলে গেছেন আজ সার্ধশত-ছয় বছর। মহাকাল কেড়ে নিতে পারেনি সেই সোনালী ফসল।


সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

×