বার্নি: স্যার, ব্যাংক হ্যাকারের অর্থ কি?
:
শিক্ষক: ইহা এক প্রকার ব্যাংক ডাকাতি।
:
বার্নি: স্যার, ব্যাপারটা বুঝাইয়া বলবেন?
:
শিক্ষক: ১৯৭৫ সনে আগে রাতের অন্ধকারে
ব্যাংকের তালা ভাংগিয়া প্রবেশ করিয়া টাকা লইয়া যাওয়াকে বলে ব্যাংক ডাকাতি।
আর,
২০১৬ সনে ব্যাঙ্কের কম্পিউটারের পাসকোড
ভেঙ্গে কম্পিউটারে প্রবেশ করিয়া টাকা লইয়া যাওয়াকে বলে ব্যাংক হ্যাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




