somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

রঙিন স্বপ্নের ভেতর বিভৎস দেয়াল, খালি চোখে পর্দা টেনে, ইচ্ছার রুচি অরুচি নিয়ে কাচের পূর্ণ গ্লাসে স্বচ্ছতা খুঁজি!

আমার পরিসংখ্যান

স্বচ্ছ দর্পন
quote icon
মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি ভাবনার জগতে। উদাস হয়ে বসে বসে তৈরী করি শব্দজাল। মিশিয়ে ফেলি আবেগ, অনুভূতি , ভালোবাসা আর বাস্তবতাকে। শখের বসে লিখি, নিত্য নতুন লেখা। সামুতে পড়তে এসেছি, আর উপহার দিতে এসেছি নিত্য নতুন লেখা।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আকাশের তারা

লিখেছেন স্বচ্ছ দর্পন, ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪২

আমি আকাশের ওই তারাটা
অন্ধকার হলে জাগি।
গল্প করি আয়েশ করি
রাত জাগাদের সাথে থাকি।

কোথায় খুঁজো আমায় তুমি?
দিনের আলোয় পাবে?
সন্ধ্যা হলেই আকাশ দেখো
দিগন্তের ওই পুবে!

গল্প করবো তোমার সাথে
এসো গভীর রাতে।
দুঃখ নেবো করে ভাগ
হেসো আমার সাথে।

এসো তবে,‌ একলা হলেই
দিও আমায় ডাক,
তোমার সাথে গল্প হবে
আমার সারা রাত।

— আকাশের তারা
© ইসমাইল হোসেন বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

কুৎসিত হাসি

লিখেছেন স্বচ্ছ দর্পন, ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬

এক.
শনশন করে বাতাস বইছে। চারিদিকে ঘোর অন্ধকার। বৃষ্টি আসতে পারে। ছোট ছোট পায়ে বাসার দিকে এগিয়ে চলছে রায়হান। হঠাৎ থমকে দাঁড়ায়। মনে হচ্ছে কে জানি পিছু নিচ্ছে তার। ইদানিং তার সাথে কেমন অদ্ভুত ঘটনা ঘটে চলেছ। চায়ের কাপ থেকে চা উদাও হয়ে যাচ্ছে। বাথরুমে ডুকলে পানি শেষ হয়ে যাচ্ছে। এসব... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

তোমরাই তো বাংলাদেশ

লিখেছেন স্বচ্ছ দর্পন, ১১ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯

রাস্তা পেরুতে ভয়
যদি হারিয়ে যেতে হয়,
তিলে তিলে ঘরে তোলা স্বপ্ন যদি হয় শেষ......

পায়ের তলায় নেই মাটি
ধুলোর ভয়ে মুখোশ আঁটি
তবু হেঁটে চলি আমি নিরুদ্দেশ.......

রাঘব বোয়ালেরা দেয় হুংকার,
বিবেকখানি করে চিৎকার‌
একা আমি বড় অসহায়‌‌‌.....

ভাঙ্গতে ভাঙ্গতে নিজেকে গড়ি
অমানুষে লুটিয়ে পড়ি
ন্যায়ের মাঝে বেঁচে থাকা বড় দায়.....

ভাঙ্গতে হবে নীতি
পিচাশের গড়া দুর্নীতি
জাগো বাহে জাগো......

এখনি তো সময় ন্যায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

তুমি বরং তাদেরই ভালোবাসো

লিখেছেন স্বচ্ছ দর্পন, ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

গৌধুলী লগ্নের মৃদু আলোয়
তোমায় দেখার বড় স্বাদ,
তবে তুমি যে আসোনি!
মন খুলো হৃদয় মাঝে একটুখানি ভালোবেসোনি!

তুমি বরং তাদেরই ভালোবাসো,
যাদের দেখেই পুরোয় তোমার প্রাণ।

ঝুম বৃষ্টির শীতল জলে
হাঁটতে চেয়েছি পিছঢালা মেঠোপথ,
তবে তুমি তো চাওনি,
ঠান্ডা লাগার ভয়ে আমার শব্দে সাড়াটুকু দাওনি!

তুমি বরং তাদেরই ভালোবাসো,
যাদের শব্দে তোমার হৃদয়ে বাজে গান।

মান অভিমানের গভির ছলে
তোমাকে খুঁজোছি বারংবার,
তবে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

অলস দুপুর

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৭

দুপুরের তপ্ত রোধে অলস সময় পার,
মনপুরে বিষাদের নৃত্যনাট্য,
সকালের ভাবনাগুলোর বিড়বিড় শব্দ,
অলেখা কবিতা গুলো হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে।
মৃদু বাতাসে দুঃখগুলোর যাত্রা বিরতি,
আমাকে বাঁচতে হবে,
না হলেও সহস্রবছর বেঁচে থাকতে হবে।


বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

শেষ রাত্রি

লিখেছেন স্বচ্ছ দর্পন, ১৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৪০

রাত হয়েছে খুব,
নিদ্রাহীন চোখ,
কোলাহল পূর্ন শহর এখন নির্জনতায় ডুবে আছে। শহরের রাস্তাঘাটটা এখন কিছু কুকুর দলের রাজত্বে। না জানি কোন মিটিং মিছিল হচ্ছে তাদের। তবে নিজেদের মধ্যে একত্বতার ঘোষণা তাদের ডাকগুলো শুনলেই বুঝা যাচ্ছে।

শেষ রাত্রিতে পথে ঘাটে মানুষের আনোগোনা নেই। তবে মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে রাস্তায় প্রহরীর বাশিঁর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

বেঁচে আছি

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৭

সত্যি বলছি আমি বেঁচে আছি।
দুঃখের অনলে পুড়ে, মধ্যবিত্তের দোহাই দিয়ে আমি আজও বেঁচে আছি,
অনিয়মের জাঁতাকলে পিষ্ঠ হয়েও আমি বেঁচে আছি,
পাওয়া না পাওয়ার যুদ্ধে বারবার পরাজিত হয়েও আমি বেঁচে আছি।
আমি বেঁচে আছি,
কারন আমি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

তুমি, আমি আর সন্দেহ

লিখেছেন স্বচ্ছ দর্পন, ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫০

তুমি যেটাকে সন্দেহ মনে করো,
আমি সেটাকে ভাবি ভালোবাসা আর হারানোর ভয়।
আর এই ভালোবাসাটা সন্দেহতে পরিনত হওয়ার কারণটাই তুমি যেটা জানো কিন্তু মানো না।
আচ্ছা তুমি কি এটা জানো, একদিন আমি তোমাকে আর সন্দেহ করবো না?
কারন,হয়তো সেদিন তোমার প্রতি আমার ভালোবাসাটা থাকবেনা। আর সন্দেহ করার মানেও থাকবেনা। তুমি হবে সেদিন আকাশের মুক্তচর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৭০ বার পঠিত     like!

পথের জয়

লিখেছেন স্বচ্ছ দর্পন, ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৭

হাঁটছো তুমি,
যাবে কত দূর?
গাছগাছালি ঘেরা মেঠোপথ
মাঠ যেন বন্ধুর।

পিছনের গল্প আর মানুষগুলি,
থাকবে তো মনে?
মাঝে মাঝে তাদের খোঁজ,
নিও একটু জেনে।

তোমার পথের পথিক তুমি
পথটা করো জয়,
বিজয়ে দেবো তালি
হবো না তো বিষ্ময়।

- পথের জয়
বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

আমার বন্ধু আমিই

লিখেছেন স্বচ্ছ দর্পন, ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

বন্ধু মানে আমি এবং আমি মানেই বন্ধু ।

এরিস্টটলের মতে "বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।"

সত্যি করে বলতে গেলে,আমি আমাকে ছাড়া সবচেয়ে বেশি বিশ্বাস আর কাউকে করতে পারিনা। সুখে দুঃখে কিংবা বিপদে আমাকেই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

একটি প্রেমের গল্প

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:২২

একটা মানুষকে ব্যক্তিগত ভাবে আমি চিনিনা। তার সাথে আমার কখনো কথাও হয়নি। শুধু কয়েকদিন দেখেছি।
আর তাকে প্রচুর ভালোবাসি।
ব্যাপারটা অদ্ভুত না?
একজন চেনা জানা ছাড়াই দেখাদেখিতে ভালোবাসা?

যাইহোক,একদিন হুট করে বলেই দিলাম "ভালোবাসি"। প্রথমে না করলেও কয়েকদিনের মধ্যেই পটিয়ে ফেললাম। শুরু হলো একটি সম্পর্ক। নাম দিল "ভালোবাসা"। বুকের মাঝেই সুন্দর করে সাজালাম "... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

মিস করছি ভীষণ

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৭ শে জুন, ২০১৯ রাত ১২:০৬

ব্যস্ত ছিলে খুব?
নাকি ঘুমের সাগরে দিয়েছিলে ডুব?
মেসেজ দিয়েও পাইনি উত্তর,
এখনও কেন তুমি চুপ?

ভুলেই তো গেছো আমায়
নাই কোনো মুল্য,
আছি আছি বলে সম্পর্কটা
আর কতকাল ঝুললো?


কত যে হলো বকা
কথা হয়না অনেকক্ষন!
ঝুম বৃষ্টির মাঝরাতে
তোমায় মিস করছি ভীষণ।

২৭ জুন ২০১৮
রাত ১২ টা
বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৯১ বার পঠিত     like!

জীবনের লড়াই

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৮



জীবনের বাস্তবতা আসলেই খুব কঠিন।প্রতিনিয়ত কেটে যায় চাওয়া আর পাওয়ার ক্যালকুলেশনে। স্বল্প পরিসরের জীবনকে দীর্ঘতম করা মানুষের আজন্ম প্রয়াশ। কিছু ক্ষেত্রে মানুষ না চাইলেই পেয়ে যায়, কিন্তু চাওয়ার পাওয়াটা সবসময় সম্পূর্ণ হয়ে ওঠেনা। আর না পাওয়ার চেতনা মানুষকে নতুন করে চাইতে শেখায়। মনের গহিনে বুনতে শেখায় নতুন স্বপ্ন।

আমরা সবাই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৯৮ বার পঠিত     like!

আজ আমার মন ভালো নেই।

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:২১

মন খারাফের মাঝে লুকিয়ে থাকে একটুখানি ভালো লাগা।
আর এই ভালোলাগার জন্য আমরা অনিচ্ছা সত্ত্বেও চাই, আমাদের একটু খানি হলেও মন খারাফ হোক।
কারনে অকারণে আমাদের মনের মাঝে সৃষ্টি হোক বিষাদ। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

রুদ্ধশ্বাস

লিখেছেন স্বচ্ছ দর্পন, ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৭

রুদ্ধশ্বাসে ভয়ের ঘোরে
একা তুমি খুব,
বদ্ধঘরে গাপটি মেরে
থাকবে কতকাল চুপ? বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৫১০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ