দৈনিক বা কয়েক দিন পর পর পত্রিকা চোখ বুলাতেই দেখি, মারা মারি,কাটা কাটি,
ছাত্র দল ছাত্রলিগ,ছাত্রলিগ,ছাত্রলিগ,
গত বৃহস্পতিবার সিলেট পলিটেকনিকে ক্লাশরুমে জোর পূর্বক দর্ষন করা হয়েচছ।
ইস্কুলের সামনে বখাটে ছেলেরা মেয়েদের উত্তক্ত করছ।
জারা এসব করছে তারা রাজনিতীর বড়াই দেখিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে।বন্ধ হয়ে জাচ্ছে মেয়েদের লেখা পড়া।এর একটা ই কারন তা হলো সঠিক আইনের প্রয়োগ।
আমাদের দেশে আইন হচ্ছে নিরীহ মানুষের জন্যে।ক্ষমতা শালিদের জন্য কোন আইন নেই।এদেশে মানূষের রক্তের বিনীময়ে উপার্জন করা টাকা নিয়ে সরকার নিজের চাহিদা মেটায়।ক্ষমতা আশার জন্য তারা কত প্রতিশ্রুতি দেয় ক্ষমতা পেলে তাদের আর পাওয়া যায়না।তখন তারা নাকি ভি,আই,পি।জাদের ভোটে ক্ষমতা পেল ক্ষমতা পেয়ে তাদের আর কোন জাযগা নেই।আমরা দুই নেত্রীর কোন্দল ছাইনা আমরা ছাই শান্তি।তারা যদি আমাদের শান্তি দিতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দিক।তাদের মত ভন্ড নেতা আমদের প্রয়োজন নেই।আমাদের টাকা দিয়ে দেশ না চালিয়ে নিজেদের আরাম আয়েশ নিয়ে ব্যাস্ত। আমাদের জন্য কি করল।বলুন ভাই আপনারা।ছলুন আমরা তাদের ক্ষমতা দিয়েছি আমরা সবাই মিলে আন্দোলন করি
তাদের মত ভন্ড নেতা আমাদের প্রর্য়োজন নেই।আমাদের টাকায় বিদ্যূং কিনে আমাদের কে না দিয়ে নিজেরা ব্যাবহার করছে। তারা নাকি ভি,আই,পি।যারা দেশের ক্ষতি করে তারা ই তো যুদ্ধা অপরাদী। তারা অন্যদের বিচার করতে ছায়।নিযেদের বিছার করবে কে।আরো লিখবো পরে।..........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


